Travonews.in

আজ জুনিয়র ডাক্তারদের জরুরী জিবি মিটিং

এই জিবি মিটিংয়ের প্রথম বিষয় হলো, মুখ্যমন্ত্রীর সঙ্গে সোমবার নবান্নে বৈঠকের আগে কি তারা আনশন প্রত্যাহার করবে? কারণ নবান্ন তরফ থেকে এমনই শর্ত দেওয়া হয়েছে। তবে শনিবার রাতের প্রাথমিক জিবি মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই মুহূর্তে আনশন প্রত্যাহার নয়। অন্যদিকে ভোটের দাবি নিয়ে বারবার সরব হয়ছেন জুনিয়র চিকিৎকেরা। ২০২৫ সালের মার্চের মধ্যে কলেজ স্তরে ছাত্র কাউন্সিল নির্বাচন হবে। জুনিয়র চিকিৎসকদের পাঠানো ই-মেলে মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে জানিয়েছেন মুখ্যসচিব। তবে ছাত্র কাউন্সিল ভোটের পাশাপাশি আরডিএ (RESIDENTIAL DOCTORS ASSOCIATION) গঠন নিয়ে আলোচনা চান জুনিয়র চিকিৎসকেরা। ২০২৫ সালের মার্চের আগে অন্তর্বর্তী ছাত্র কাউন্সিল চান জুনিয়র চিকিৎসকেরা। আজকের জিবি মিটিং সব দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ।

জুনিয়র ডাক্তারেরা প্রথম থেমেই মেডিকেল কলেজ সহ সমস্ত কলেজে গ্রিভেন্স সেল তৈরীর দাবি জানিয়েছে। রাজ্যের ধাঁচে কলেজ স্তরে টাস্ক ফোর্সের দাবিও রয়েছে। অন্যদিকে ১০ দফা দাবির মধ্যে শুরু থেকেই স্বাস্থ্যসচিবের অপসারণের‌‌ দাবিতে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। এরইমধ্যে শনিবার দুপুরে আচমকা অনশন মঞ্চে যান মুখ্যসচিব। কথা বলেন ডাক্তারদের সঙ্গে। ফোনে কথা বলিয়ে দেন মমতার সঙ্গে। কিন্তু মমতা জানান স্বাস্থ্যসচিবের অপসারণ সম্ভব নয়। তাহলে মমতার বৈঠকে স্বাস্থ্যসচিবের অপসারণের‌‌ দাবি কী ভাবে তুলে ধরা হবে? এমন নানা প্রশ্ন নিয়েই আজকের বৈঠক।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *