Travonews.in

ঠাকুর দেখতে বেরিয়ে মর্মন্তিক মৃত্যু ৮ জনের

এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের পিরোজপুর সদরে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুজোর ছুটিতে বেড়াতে গিয়েছিল দুটি পরিবার। কিন্তু, আর বাড়ি ফেরা হল না। খালে গাড়ি পড়ে মৃত্যু হল ৮ জনের। মৃতদের মধ্যে ৪ শিশুও রয়েছে। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বাংলাদেশের পিরোজপুর সদরে। দুর্গাপুজোর ছুটি এবার এক সপ্তাহেরও বেশি। ছুটিতে দুই পরিবারের সবাই বেড়াতে গিয়েছিলেন বাংলাদেশের দক্ষিণে পটুয়াখালির কুয়াকাটায়। বঙ্গোপসাগরের তীর ঘেষা এই এলাকা থেকে সূর্য উদয় ও অস্ত যাওয়ার দৃশ্য উপভোগ করা যায়। ছুটি কাটিয়ে ফেরার পথে দুর্ঘটনায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। সেইসময় জোয়ার ছিল। পিরোজপুর-নাজিরপুর সড়কের নূরানি গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুহূর্তে চারিদিক থেকে মানুষ ছুটে আসে।

এই মৃত্যুর খবর নিশ্চিত করে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান জানান, দুই পরিবারের আট জনেরই মৃত্যু হয়েছে। একটি পরিবারের ৪ মৃতের নাম শাওন মৃধা (৩২), তাঁর স্ত্রী আমেনা বেগম (৩০), ছেলে আবদুল্লা (৩), অপর ছেলে শাহাদত (১০)। অন্য আর একটি পরিবারের মৃতদের নাম মোতালেব (৪৫), তাঁর স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)। নিহত শাওনের আত্মীয় মুরাদ জানান, শাওন দীর্ঘদিন ধরে ঢাকাতে গাড়ি চালাতেন। তাঁরা সবাই কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন। ঢাকা ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। এইটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ