আশাঙ্কাজনক অবস্থায় গভীর রাতে অনিকেতকে নিয়ে যাওয়া হলো আর জি কর সিসিইউতে

আর জি কর কান্ড ও অন্যান্য ১০ দফা দাবি নিয়ে জুনিয়র চিকিৎসকদের অনশন আন্দোলনের ১০০ ঘন্টা কেটে যাওয়ার পরে আর জি করের অনিকেত মাহাতোর শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে পরে।
ইতিমধ্যে অনশনকারীদের জন্য এসএসকেএম-র চার সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। গতকাল অনিকেত মাহাতোকে পরীক্ষা করে আরজি করের চিকিৎসক সৈকত নিয়োগী জানিয়েছিলেন, অনশনকারী এই জুনিয়র ডাক্তারের শারীরিক পরিস্থিতি বিপজ্জনক। তিনি বলেন, অনিকেতের দেহে কিটোন বডির উপস্থিতি মিলতে শুরু করেছে। কিটোন বডির পরিমাণ ৩+। কিটোন বডি বাড়তে থাকলে জুনিয়র এই ডাক্তার কোমায় যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসক মহল। তারপরেই দ্রুত তার চিকিৎসার পরামর্শ দেওয়া হয়।

বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে আর জি কর হাসপাতালের সিসিইউ-তে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার রিপোর্ট উদ্বেগজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার অনিকেতকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুলিশ রাস্তায় গ্রিন চ্যানেল করে দেয়। রাতে অনিকেতের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স আনা হয় ধর্মতলায় অনশন মঞ্চের কাছে। অনিকেতকে নিয়ে যাওয়া হয় আরজি করে। রাস্তায় অ্যাম্বুল্যান্স যাতে কোথাও আটকে না পড়ে, সেজন্য গ্রিন চ্যানেল করে পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী অনিকেতের শরীর কিছুটা স্থিতিশীল। অনিকেতের মতো অপর অনশনকারী স্নিগ্ধার শরীরও যথেষ্ট উদ্বেগজনক।

Comment

Your email address will not be published. Required fields are marked *

Popular News

Latest News

ভারতীয় প্রাচীন সভ্যতার সঙ্গে মিলে আছে ৪ হাজার বছর আগের সিন্ধু সভ্যতার যুগ। এবার মানুষের সামনে তাই তুলে ধরতে চলেছে গুজরাট সরকার। …

আজ কোজাগরী লক্ষ্মী পুজো। হিন্দু বাঙালিরা ঘরে ঘরে লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত। লক্ষ্মী বিনা সারা জগৎ অচল। আর লক্ষ্মীও বেশ চঞ্চলা। কোথাও অধর্ম, …

মুকেশ আম্বানি নিজেই একটা ইনডাস্ট্রি। বিশ্বের অন্যতম ধনকুবের। চাল, ডাল, তেল থেকে শুরু করে বিদ্যুৎ, টেলিকম- সর্বত্রই ছড়িয়ে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। মুকেশ …

পাহাড় মানেই একরাশ আনন্দ। পাহাড়ের প্রতি বাঁকেই আছে নতুন জগৎ। তাই পাহাড় মানেই নতুন উন্মাদনা। তবে এখন একটু অফবিট ভ্রমণের দিকে ভ্রমণ …