কৃষ্ণমাটি পূর্ব মধ্যপাড়ার সর্বজনীন দুর্গাপুজোর এবারের থিম ‘গুটিপোকা’

মুর্শিদাবাদের সিল্ক সারা বিশ্বে বিখ্যাত। সেই সিল্ক উৎপাদনের প্রধান মাধ্যম গুটিপোকা। এবার বহরমপুরের অদূরেই কৃষ্ণমাটি পূর্ব মধ্যপাড়ার সর্বজনীন দুর্গাপুজোর থিম সেই ‘গুটিপোকা’। এই মণ্ডপে দেবীদুর্গার প্রতিমায় মাটির অলঙ্কার। সঙ্গে আধুনিক আলোর ঝলকানি। এই মণ্ডপ রয়েছে বহরমপুর শহর সংলগ্ন কৃষ্ণমাটি পূর্ব মধ্যপাড়ার সর্বজনীন দুর্গাপুজোয়। গত কয়েক বছর ধরে সবার নজর কেড়েছে কৃষ্ণমাটি পূর্ব মধ্যপাড়া দুর্গাপুজোর মণ্ডপ। গত ছ’বছর ধরে তারা থিমের পুজোর আয়োজন করছে। গত কয়েক বছরে তারা পেয়েছে একাধিক পুরষ্কার। প্রতিবারই মণ্ডপ বা প্রতিমায় নতুনত্বয় চমক দেওয়ার চেষ্টা করেন এই পুজোর উদ্যোক্তারা। ২৮তম বর্ষে তাঁরা মণ্ডপ সাজাচ্ছেন ৬০ হাজার রেশম গুটি দিয়ে। তাদের অবাক করা কারুকার্য দেখে সকলেই বিস্মিত।

আসল রেশম গুটির সঙ্গে আলোর ঝলকানি এবারও সবার দৃষ্টি আকর্ষণ করবে বলে দাবি উদ্যোক্তাদের। এই পুজো কমিটির সভাপতি সুশীল সরকার জানান, মুর্শিদাবাদ জেলায় রেশম শিল্পের আরও প্রসার ঘটানোর লক্ষ্য নিয়েই এই থিম। এর আগে, জলের উপর লক্ষ্মী-নারায়ণের থিম, হাজার হাতের দুর্গা, নবদুর্গার থিমও দর্শনার্থীদের মন কেড়েছিল। এবারও এই পুজোর সবার নজর কাড়বে বলেও দাবি তাঁর। এবারের বাজেট সাড়ে ৭ লক্ষ টাকা। পুজো কমিটির সদস্য সোমনাথ সাহা, দেবাশিস হালদার, বাপ্পা পালদের দাবি, এখানে পুজোর চাঁদার জন্য কাউকে চাপ দেওয়া হয় না। মানুষ স্বেচ্ছায় পুজো কমিটিকে অর্থ সাহায্য করেন।

Comment

Your email address will not be published. Required fields are marked *

Popular News

Latest News

ভারতীয় প্রাচীন সভ্যতার সঙ্গে মিলে আছে ৪ হাজার বছর আগের সিন্ধু সভ্যতার যুগ। এবার মানুষের সামনে তাই তুলে ধরতে চলেছে গুজরাট সরকার। …

আজ কোজাগরী লক্ষ্মী পুজো। হিন্দু বাঙালিরা ঘরে ঘরে লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত। লক্ষ্মী বিনা সারা জগৎ অচল। আর লক্ষ্মীও বেশ চঞ্চলা। কোথাও অধর্ম, …

মুকেশ আম্বানি নিজেই একটা ইনডাস্ট্রি। বিশ্বের অন্যতম ধনকুবের। চাল, ডাল, তেল থেকে শুরু করে বিদ্যুৎ, টেলিকম- সর্বত্রই ছড়িয়ে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। মুকেশ …

পাহাড় মানেই একরাশ আনন্দ। পাহাড়ের প্রতি বাঁকেই আছে নতুন জগৎ। তাই পাহাড় মানেই নতুন উন্মাদনা। তবে এখন একটু অফবিট ভ্রমণের দিকে ভ্রমণ …