আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা সোমবার সকালে সম্পূর্ণ কুয়াশায় ঢাকা ছিল। আকাশ ছিল সম্পূর্ণ মেঘাচ্ছন্ন। বেলা বাড়ার পরে কেটে যায় সেই মেঘ ও কুয়াশা।

সোমবার আলিপুর আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে আজ, সোমবারও মেঘলা আকাশ থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমে আংশিক মেঘলা আকাশ। তবে বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ কমবে। সোমবার দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন চার-পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বাকি কোনও কোনও জেলার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে।তবে শেষ খবরে বলা হয়েছে, পুজোতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। পুজোর মধ্যে স্থানীয়ভাবে দু-এক জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। বিক্ষিপ্তভাবেই দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই একনাগাড়ে বা একটানা বৃষ্টির। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে উত্তর বঙ্গের তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে হাল্কা বৃষ্টি হতে পারে। উত্তরের অন্যান্য জেলা মোটামুটি শুকনো থাকবে।

Comment

Your email address will not be published. Required fields are marked *

Popular News

Latest News

ভারতীয় প্রাচীন সভ্যতার সঙ্গে মিলে আছে ৪ হাজার বছর আগের সিন্ধু সভ্যতার যুগ। এবার মানুষের সামনে তাই তুলে ধরতে চলেছে গুজরাট সরকার। …

আজ কোজাগরী লক্ষ্মী পুজো। হিন্দু বাঙালিরা ঘরে ঘরে লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত। লক্ষ্মী বিনা সারা জগৎ অচল। আর লক্ষ্মীও বেশ চঞ্চলা। কোথাও অধর্ম, …

মুকেশ আম্বানি নিজেই একটা ইনডাস্ট্রি। বিশ্বের অন্যতম ধনকুবের। চাল, ডাল, তেল থেকে শুরু করে বিদ্যুৎ, টেলিকম- সর্বত্রই ছড়িয়ে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। মুকেশ …

পাহাড় মানেই একরাশ আনন্দ। পাহাড়ের প্রতি বাঁকেই আছে নতুন জগৎ। তাই পাহাড় মানেই নতুন উন্মাদনা। তবে এখন একটু অফবিট ভ্রমণের দিকে ভ্রমণ …