‘বিবাহ’ মানুষের জীবনে এক স্মরণীয় মুহুর্ত। প্রত্যেক মানুষ নিজের বিয়েকে নানাভাবে স্মরণীয় করে রাখতে চায়। কিন্তু ইরানের এক নবদম্পতির সেই মুহুর্ত স্মরণীয় হয়ে থাকলো তীব্র বোমার শব্দে। শুধু আংটি বদলটা সারতে পেরেছিলেন ওই দম্পতি। বিয়ের বাকি আচার পালন তখনও বাকি ছিল। আচমকাই ইজ়রায়েলের উপর বোমাবর্ষণ শুরু করে ইরান। চার পাশে তখন কান ফাটিয়ে বাজছে সাইরেন। যে যার মতো ছুটে পালাতে থাকেন। বাকি সকলের সঙ্গে ওই দম্পতিও আশ্রয় নেন জেরুজালেমের এক বাঙ্কারে। তার পর সেখানেই একে অপরের হাত ধরে বিয়ের পোশাক পরে নাচ করেন নতুন বর-কনে। মুহূর্তে বিয়ের পরিবেশ সম্পূর্ণ পাল্টে যায়।
এই ভাইরাল ভিডিওর সত্যতা আমরা যাচাই করি নি। কিন্তু সারা বিশ্বে তা ছড়িয়ে পরে। যিনি ভিডিও পোষ্ট করেছেন, তিনি ক্যাপশনে লিখেছেন, “জেরুজালেমের এই বিয়ের আনন্দ এক মুহূর্তের জন্যও মাটি করতে পারেনি ইরান।’’ গত মঙ্গলবার রাতে ইজ়রায়েল লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছিল ইরান। সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, সে সময় জেরুজালেমের সব থেকে বড় হোটেল ‘নত্রদাম’-এর কাছে একটি বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন ওই দম্পতি। তার কিছুক্ষণ আগেই বিয়ে সেরেছিলেন তাঁরা। সেখান থেকেই সোজা ছোটেন বাঙ্কারে। তার পরেই তারা মেতে ওঠেন নাচে-গানে।