ইসরাইল একাধারে ইরান ও অন্যদিকে লেবাননের উপর তীব্র আক্রমন চালিয়ে যাচ্ছে। গত ১৮ বছরে এই প্রথমবার মধ্য বেইরুটে বোমাবর্ষণ করল ইজরায়েলি ফৌজ। হামলায় সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন। এমনটাই জানিয়েছে লেবাননের স্বাস্থ্যমন্ত্রক। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হেজবোল্লাকে খতম করতে লেবাননে আক্রমণ শানাচ্ছে ইজরায়েল। কিন্তু গত কয়েকদিন সেই আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে তেল আভিভ। সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। হেজবোল্লার সদস্যদের পাশাপাশি প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষও। নিহত হয়েছেন হেজবোল্লা প্রধান হাসান নাসরাল্লা। ধোঁয়ায় ঢেকেছে লেবাননের রাজধানী বেইরুটের আকাশও। আমেরিকা ও গ্রেট ব্রিটানের মদতপুষ্ট ইসরাইল সম্পূর্ণ বেপরোয়া।
প্রায় কোনো যুদ্ধ নীতি না মেনে ইসরাইল আক্রমন করে চলেছে। ২০০৬ সালের পর এই প্রথমবার বুধবার সেখানে আঘাত হেনেছে তারা। বেইরুটের এই অঞ্চলে প্রচুর মানুষের বাস। এছাড়া গোটা লেবানন জুড়ে এদিন ইজরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪৬ জন। আহত বহু। মৃতদের মধ্যে রয়েছেন আমেরিকার এক নাগরিকও। এই ঘটনায় শোকপ্রকাশ করে মার্কিন বিদেশ দপ্তর বিবৃতি দিয়ে জানায়, ‘ইজরায়েলি হামলায় লেবাননে প্রাণ গিয়েছে আমাদের এক নাগরিকের। তিনি আমেরিকার মিশিগান প্রদেশের দিয়ারবোর্নের বাসিন্দা ছিলেন।’ এদিকে আইডিএফ বিবৃতি দিয়ে জানিয়েছে, হেজবোল্লার সঙ্গে লড়াইয়ে নিহত হয়েছেন ৮ সৈনিক। ফলে ইহুদি দেশটিকে পালটা মার দিচ্ছে শিয়া জঙ্গিগোষ্ঠীটিও। এই সংঘর্ষে ইতিমধ্যে লেবাননে মৃতের সংখ্যা হাজার পেরিয়ে গিয়েছে।