কয়েক ঘণ্টার মধ্যে নিখোঁজ স্কুল পড়ুয়াকে উদ্ধার করলো ঝাড়গ্রাম থানার পুলিশ! যুগের পরিবর্তনের সাথে সাথে পড়াশুনারও কিছুটা পরিবর্তন ঘটেছে। পড়াশোনায় মন বসছে না পড়ুয়াদের, গতকাল পড়াশুনো নিয়ে বাড়িতে মা বকাবকি করায় সাঁকরাইলের কুলটিগরী থেকে নিখোঁজ স্কুল পড়ুয়া, বাড়ির লোকজন না খুঁজে পেয়ে সাঁকরাইল থানায় নিখোঁজ অভিযোগ জানায়। ততক্ষণে অভিমান করে সাইকেল নিয়ে বেরিয়ে আসা স্কুল পড়ুয়া ৩৫ কিলোমিটার সাইকেল চালিয়ে উপস্থিত হয় ঝাড়গ্রাম শহরের বিভিন্ন দোকান চত্বরে কাজের সন্ধানে ঘোরাঘুরি করতে থাকে, তখনই ঝাড়গ্রাম থানার পুলিশের চোখে পড়ে নাবালক কে। সেখান থেকে ঝাড়গ্রাম থানার পুলিশ নাবালককে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করলে পুরো সত্যতা ও পরিচয় জানতে পারেন ঝাড়গ্রাম থানার পুলিশ। পরিবার সূত্রে জানা যায় ঐ স্কুল পড়ুয়া পুলিশকে জানিয়েছে পড়াশুনোর খুব চাপ। মা শুধু পড়াশোনা করতে বলে, ঠিকঠাক খেলাধুলো করতে পারিনা। যার কারণে আমি বাড়ি থেকে ঝাড়গাম চলে এসেছিলাম, যুবকের দাবি পড়াশুনার সাথে সাথে খেলাধুলো করতে দিতে হবে তাকে তাহলেই সে বাড়ি ফিরে যাবে। শেষমেষ ঝাড়গ্রাম থানার পুলিশ স্কুল পড়ুয়ার মা-বাবাকে ঝাড়গ্রাম থানা থেকে খবর দেন, মা বাবা থানায় এলে যুবককে পরিবারের হাতে তুলে দেন এবং যুবকের দাবি মা-বাবার কাছে তুলে ধরেন ঝাড়গ্রাম থানার পুলিশ। পরিবারের লোকজন ছেলেকে সুস্থ স্বাভাবিক অবস্থায় কাছে পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।