হাওড়া হালদার পাড়া শান্তি সমাজের পুজো এ বছর ৮৩ তম বর্ষ। তারা গত কয়েক বছর ধরে যুগের চাহিদার কারণে থিম পুজোর দিকে ঝুঁকেছে । তবে দেবী প্রতিমার ক্ষেত্রে তারা সম্পূর্ণ সাবেকিয়ানা বজায় রেখেছে।
ক্লাব সম্পাদক প্রিয়ব্রত রায় বলেন, যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আধুনিক বাচ্চাদের মুক্তমন হারিয়ে যাচ্ছে। তারা আর ঘুড়ি ওড়ায় না, ফুটবল খেলে না,নাটক করে না, সকলের সঙ্গে আড্ডা দেয় না। সারাদিন পড়া আর মোবাইল, ল্যাপটপ। তারা চাইছেন, নতুন জেনারেশনের মধ্যে সেই পুরোনো মুক্তমন ফিরে আসুক। আগের যুগ ও এই যুগের শিশু মনের পার্থক্যকে তারা তুলে ধরতে চেয়েছেন। এ বছরের তাদের প্রতিমা শিল্পী ও পুজোর থিম শিল্পী অসীম পাঁজা। তিনি সকলকে তাদের পুজো মন্ডপে আসার জন্য আমন্ত্রণ জানান।