শিরোনাম: পুজোয় বাঙালির থালে পদ্মার রানি! ইলিশের আমদানিতে সবুজ সংকেত

আজকের খবরটা বাঙালির জন্য চমকের! পুজোর আগেই বাংলাদেশ সরকার পশ্চিমবঙ্গে তিন হাজার টন ইলিশ পাঠানোর অনুমতি দিয়েছে। শনিবার, ২১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।এর আগে বাংলাদেশ সরকার জানিয়েছিল, উৎসবের মরসুমে ভারতে ইলিশ রফতানি বন্ধ রাখা হচ্ছে। অভ্যন্তরীণ চাহিদার কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছিল। নেপথ্যে অন্য কোনও কারণ নেই বলেও জানিয়েছিল মুহাম্মদ ইউনূসের সরকার। শনিবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, দুর্গাপুজোর আগে তিন হাজার মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভারতের যে সকল ব্যবসায়ীরা মাছ আমদানির জন্য আগে আবেদন করেছিলেন, তাঁদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে নতুন করে যাঁরা আবেদন করতে চান, তাদের আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ইলিশ আমদানির প্রক্রিয়া নিয়ে যদিও ভাবতে রাজি নয় এ বঙ্গের বাঙালিরা। তাদের কাছে তার চেয়েও গুরুত্বপূর্ণ, বাজারে গিয়ে পদ্মার এক কেজি ইলিশ কত দিয়ে কিনতে হবে? ফিশ ইম্পোর্টাস অ্যাসোসিয়েশনের সম্পাদকের কথায়, ‘‘মাছের দাম কত কী হবে, বলা এখনই সম্ভব নয়। এমনিতেই ইলিশের দাম আকাশছোঁয়া। যদি পরিমাণে বেশি আসে, তবেই দাম কম হবে। নয়তো দাম বেশিই থাকবে।’’

পদ্মার রানি ইলিশ ছাড়া বাঙালির পুজো কেমন হয়? এই খবরে বাঙালির মুখে হাসি ফুটে উঠবে বলেই মনে হচ্ছে। পুজোর ঠিক আগে এই সুখবর সত্যিই আনন্দের।

এই সিদ্ধান্তের পেছনে কী কারণ?

  • দুই বাংলার সম্পর্ক: এই সিদ্ধান্ত দুই বাংলার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন।
  • মৎস্যজীবীদের উপকার: এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের মৎস্যজীবীরাও উপকৃত হবেন।
  • বাঙালির চাহিদা পূরণ: পুজোর সময় ইলিশের চাহিদা অনেক বেড়ে যায়। এই সিদ্ধান্তে সেই চাহিদা মিটবে।

Comment

Your email address will not be published. Required fields are marked *

Popular News

Latest News

চন্দ্রচূর অধ্যায় শেষ করে দেশে শুরু হয়ে গেলো খান্না অধ্যায়। আজ সকাল ১০টায় রাষ্ট্রপতি ভবনে ৫১তম প্রধান বিচাপতি হিসাবে শপথ নিলেন সঞ্জীব …

আজ উপনির্বাচনের প্রচার শেষ। মধ্যে মাত্র একটা দিন। তারপরেই বাংলায় ৬টি কেন্দ্রে উপনির্বাচন। তৃণমূলের আশঙ্কা এই নির্বাচনে বিরোধীরা বিশেষ করে বিজেপি তাদের …

  আমরা জানি বিশ্বে সবচেয়ে দীর্ঘায়ু জাপানিরা। পরিসংখ্যান বলছে,জাপানের মহিলাদের গড় আয়ু ৮৭.৪৫ বছর। আর পুরুষের গড় আয়ু হল ৮০.৫। আর সেই …

সম্প্রতি উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠায় মুখ্যমন্ত্রী ঝটিকা সফরে উত্তরবঙ্গে গিয়েগিলেন। তারপরে ঠিক নির্বাচনের দুদিন আগে আজ রাতে মুখ্যমন্ত্রী আবার যাচ্ছেন …