দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিপজ্জনক অবস্থায় রয়েছে নাগরাকাটা তন্ডু থেকে খয়েরকাটা বস্তি পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ রাস্তা। রাস্তার দুই পাশে বন দফতরের জঙ্গল থাকায় দিনের আলোতে কোনও মতে যাতায়াত করা গেলেও, সন্ধ্যার পর এই পথ পাড়ি দেওয়া হয়ে উঠছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার বেহাল দশার কারণে দৈনন্দিন যাতায়াতে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। স্কুল-কলেজ, হাসপাতাল, বাজার কিংবা সরকারি দফতরে যাওয়ার জন্য এই রাস্তাই একমাত্র ভরসা। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তার বেশ কিছু অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, কোথাও আবার পিচ উঠে গিয়ে কাঁচা রাস্তার মতো অবস্থা হয়েছে। ফলে, মোটরবাইক বা গাড়ি চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে।
স্থানীয়দের আরও অভিযোগ, সন্ধ্যার পর পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। রাস্তার দুই পাশে জঙ্গল থাকায় রাতের দিকে বন্যপ্রাণীর আতঙ্ক থাকে চরমে। রাস্তা খারাপ থাকায় ধীরগতিতে গাড়ি চালাতে হয়, ফলে অনেকেই রাতে এই পথ এড়িয়ে চলেন। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে রাতে এই রাস্তা দিয়ে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এলাকাবাসীদের দাবি, দ্রুত এই রাস্তার সংস্কার করা হোক। প্রশাসনের তরফে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, সে দিকেই এখন তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।