Travonews.in

কুলটির বিজেপির বিধায়ক অজয় পোদ্দার হঠাৎই হাজির আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের চেম্বারে

 

কুলটির বিজেপির বিধায়ক অজয় পোদ্দার হঠাৎই হাজির আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের চেম্বারে। হাতে দোলের রঙ, মিষ্টির প্যাকেট। তা মেয়রের হাতে তুলে দেওয়ার পাশাপাশি উত্তরীয় দিয়ে সম্মান জানান। তবে এই সৌজন্যতার কারন ছিল অন্য। কুলটি বিধানসভার বিস্তীর্ণ ওয়ার্ডে পানীয় জলের সংকট দীর্ঘদিনের। বোর হোল বা ডিপ টিউবওয়েলগুলি দীর্ঘদিন খারাপ হয়ে আছে। মেয়রের দ্বারস্থ হয়ে বিজেপি বিধায়ক অজয় পোদ্দার জানান, গ্রীষ্মে আরও কষ্ট বাড়বে পানীয় জলের। তাই অবিলম্বে পানীয় জলের কষ্ট দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হব।মেয়র বিধান উপাধ্যায় স্বীকার করে নিয়েছেন কুলটিতে পানীয় জলের কষ্টের কথা। তিনি দ্রুত ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিয়েছেন পরিষেবা ঠিক করার জন্য।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ