Travonews.in

গোবিন্দর শাস্তি হতে পারতো ২ বছর জেল

 

সেলিব্রিটি হওয়া হয়তো সহজ কিন্তু সেলিব্রিটির সোনার মুকুট পরে থাকা সব সময় সহজ নয়। কখনো কখনো সেই সোনার মুকুট কাঁটার মুকুট হয়ে ওঠে। হাড়ে হাড়ে তা বুঝতে পেরেছিলেন মুম্বাইয়ের গোবিন্দা। রিল লাইফের সঙ্গে যখন রিয়েল লাইফের ফারাক থেকে যায় বিস্তর, সমস্যা শুরু হয়ে যায় সেখান থেকেই। গোবিন্দার একটা ভুলেই রীতিমত ঝড় বয়ে যায় তাঁর জীবনে। গোবিন্দার তখন সিনেপাড়ায় রমরমা বাজার। একের পর এক হিট ছবি তাঁর ঝুলিতে। শত শত তাঁর ভক্ত। একবার প্রিয় অভিনেতার দেখা পেতে তখন সকলেই ছিলেন মরিয়া। তেমনই এক অনুরাগী ছিলেন সন্তোষ রাই। যিনি গোবিন্দাকে দেখার জন্য পৌঁছিয়ে গিয়েছিলেন তাঁর সেটে। সেখান থেকেই শুরু অশান্তি। গোবিন্দাকে কাছ থেকে দেখার জন্যে তিনি ক্র-স্ট্যান্ডে গিয়ে বসেছিলেন। এরপরই গোবিন্দা সেখানে হাজির হন। যেই মুহূর্তে তিনি গোবিন্দার সামনে গিয়ে হাজির হয়েছিলেন, ঠিক সেই মুহূর্তেই আচমকা তাঁকে চড় মেরে বেন গোবিন্দা। তিনি চমকে ওঠেন। তারপরেই ঘটে আসল ঘটনা। গোবিন্দা মাথা গরম করে ফেলেন।

সেই ভক্তের আত্মাভিমানে আঘাত লাগে প্রবল। তিনি মেনে নিতে পারেন নি তার ভগবানের এই আচরণ। তাঁর কথায়, যাঁকে তিনি ভগবান মেনেছিলেন তাঁর এই রূপ তিনি সহ্য করতে পারেননি। ফলে মামলা করেছিলেন সন্তোষবাবু। যে মামলা দীর্ঘদিন ধরে চলে। ২০১৪ সালে তা কোর্টে ওঠে। য়েখানে গিয়ে তাঁকে বিচারকের থেকে শুনতে হয়, ‘আপনি জনপ্রিয় হতে পারেন, কিন্তু কাউকে অপমান করার অধিকার আপনার নেই।’ তারপর গোবিন্দার টিমের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার কথা ওঠে, ক্ষতিপূরণ বাবদ তাঁরা ৫ লাখ টাকা দেওয়ার কথাও বলেন। তবে অভিমানে মুখ ফিরিয়েছিলেন সেই অনুরাগী। ক্ষমা শুনতেই চাননি। বরং বলেছিলেন, ‘যাঁকে ভগবান মনে করি, তাঁর থেকে এই ব্যবহার সহ্য করা যায় না’। যদিও গোবিন্দা জানিয়েছিলেন, সেই অনুরাগী সেদিন মহিলা ক্র সদস্যদের পাশে বসে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছিলেন, তিনি তাই চড় মেরে বসেন। তবে শেষ পর্যন্ত গোবিন্দা তাকে অনেক কষ্টে সবটা বুঝিয়ে কেশ তুলে নিতে সক্ষম হন। সম্প্রতি এক আসরে তিনি আবার সেই কথা স্মরণ করেছেন।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ