ঘোলাজলে মাছ ধরার বাসনা আছে এমন দলের পক্ষে এই মুহূর্তে এমন শ্লোগান লেখা স্বাভাবিক। যেই মুহূর্তে পড়ুয়াদের সঙ্গে যাদবপুর ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আলোচনা চালাচ্ছে, সেই সময় আবার একদল যাদবপুরকে অন্ধকারে ঢেলে দিতে চাইছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একই সঙ্গে ওই ঘটনায় আহত হন একাধিক ছাত্র। যে ঘটনার পর উত্তাল হয় কলকাতা। একের পর এক মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর। এবার এই আবহেই বিতর্কিত দেওয়াল লিখনে ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সূত্রের দাবি, বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছের একটি বিল্ডিংয়ের দেওয়ালে লেখা হয়েছে, ‘আজাদ কাশ্মীর,’ ‘ফ্রি প্যালেস্তাইন’। যে দেওয়াল লিখন ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
যদিও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহু বিতর্কিত স্লোগান ‘আজাদ কাশ্মীর’ কারা লিখলেন, এ নিয়ে কোনও সদুত্তর পাওয়া যায়নি। তবে বাম-অতিবাম কোনও সংগঠনের কাজ বলেই অভিযোগ বিশ্ববিদ্যালয়ের বাম বিরোধী ছাত্র সংগঠনগুলির। এমন কী এই কথাও শোনা হচ্ছে, যাদবপুরকে উত্তপ্ত রাখার জন্য কোনো দক্ষিণপন্থী দলও এই কাজ করতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিশলয় রায়ের অভিযোগ, “এই দেওয়াল লিখন অনেক দিন ধরেই চলছে। কর্তৃপক্ষকে বললেও পদক্ষেপ করা হয় না। অতিবাম, বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো এসব করছে। এরাই শিক্ষামন্ত্রীকে মারার চেষ্টা করেছিল। শুধু ৩ নম্বর গেটের কাছে নয়, ক্যাম্পাসে ঘুরুন, আরও পাবেন।” আবার এসএফআই নেতা তথা ওই অশান্তির ঘটনায় আহত ছাত্র অভিনব বসুর দাবি, “আমরা বিচ্ছিন্নতাবাদী কোনও কিছুই সমর্থন করি না। কিন্তু ফ্রি প্যালেস্তাইন, এই বিষয়টি নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট। আবার বিজেপি শাসিত ভারতবর্ষে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়েও আমাদের প্রতিবাদ রয়েছে।”