Travonews.in

উঃ ২৪ পরগনার স্বরূপ নগরে BSF-এর গুলিতে এক চোরাচালানকারী আহত

 

BSF সূত্রে জানা যাচ্ছে, বার বার করে BSF-এর পক্ষ থেকে তাকে দাঁড়াতে বলা হয়েছিল। কিন্তু সে কথা গ্রাহ্য না করে সে পালানোর চেষ্টা করে। পরিণামে BSF গুলি চালাতে বাধ্য হয়। উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামের কালঞ্জি ব্রিজের ঘটনা। এদিন বছর ৩৫ এর শাহাবুদ্দিন বিশ্বাস ভারত বাংলাদেশ সীমান্ত এদিন কিছু পাচার করছিল বলে সন্দেহ৷ এরপর ১৪৩ নম্বর বিএসএফের জওয়ানরা প্রথমে তাকে দাঁড়াতে বললে সে না দাড়িয়ে পালাতে যায়, সেই সময় তার চোখে গুলি করে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শাড়াপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর অবস্থার অবনতি হলে কোলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রাথমিক অনুমান শাহাবুদ্দিন কোন কিছু অবৈধভাবে বাংলাদেশে পাচার করছিল যার কারণে বিএসএফ তাকে ধরতে গেলে সে পালিয়ে যায় তারপর দূর থেকে গুলি করে।

বর্তমানে ভারত-বাংলাদেশ সীমান্ত খুবই উত্তপ্ত। প্রতিদিন কোনো না কোনো গন্ডগোল পাকাতে চাইছে ওপারের চোরা চালানকারীরা। ফলে সজাগ থাকতে হচ্ছে BSF-কে। এই মুহূর্তে বাংলাদেশকে আরও সংবেদনশীল হওয়ার দাবি জানিয়েছে ভারত।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ