Travonews.in

ভুতুড়ে ভোটার – কমিশনে যাচ্ছেন ডেরেক, কল্যাণ

 

নেতাজি ইন্ডোর থেকে শুরু ভুতুড়ে ভোটার নিয়ে বিতর্ক। এবার আরও এক পা এগিয়ে গেলো তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকা থেকে ডুপ্লিকেট এপিক নম্বর আগামী ৩ মাসের মধ্যে সরানো হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই বিষয়েই এবার জাতীয় নির্বাচন কমিশনকে স্মারকলিপি দেবে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১০ জন সাংসদ মঙ্গলবার দেখা করবেন সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে। কীভাবে তিনমাসের মধ্যে এই ভোটার তালিকা থেকে ডুপ্লিকেট এপিক নম্বর সরানো হবে? সেই বিষয়ে প্রশ্ন তোলা হবে। সেই বিষয়টিও জানা গিয়েছে। এখন দেখার এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোন উত্তর আসে।

নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ মঞ্চ থেকেও একই ইস্যুতে সরব হন তিনি। দাবি করেন, ভুয়ো ভোটারদের ব্যবহার করে ভোট বাড়িয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচন জেতার চেষ্টা করছে গেরুয়া শিবির। নির্বাচন কমিশনের ‘আশীর্বাদে’ বিজেপি নেতারা এই কাজ করছেন বলেও অভিযোগ করেন মমতা। ‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিতকরণে সুব্রত বক্সির নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। কোথাও কোথাও ভুতুড়ে ভোটারের সন্ধান কিন্তু পাওয়া গেছে। এবার তৃণমূল কমিশনের মুখোমুখি হতে চলেছে।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ