Travonews.in

তারকেশ্বর – বিষ্ণুপুর রেলপথে জট কাটলো আদালতের হস্তক্ষেপে

 

ইদানিং যেকোনো সরকারি প্রকল্প শুরু করলেই বাধা হয়ে দাঁড়ায় কিছু স্থানীয় মানুষ। তারকেশ্বরে নতুন রেল পথের ক্ষেত্রেও তাই হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে কাটল তারকেশ্বর – বিষ্ণুপুর রেলপথের জট। বৃহস্পতিবার এক নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ভবদিঘির ওপর দিয়েই ছুটবে ট্রেন। একই সঙ্গে আদালতের মন্তব্য, আড়াই লক্ষ মানুষের স্বার্থের থেকে আড়াইশো মানুষের স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না। তারকেশ্বর – বিষ্ণুপুর রেলপথে গোঘাট ও কামারপুকুর স্টেশনের মাঝখানে ভবদিঘির ওপর রেলপথ তৈরির বিরোধিতায় সরব হন স্থানীয়রা। যার জেরে গত ৮ বছর ধরে বন্ধ প্রকল্পের কাজ। এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ভবদিঘির আসেপাশের বাসিন্দারা।

বাসিন্দাদের এক অংশের দাবি, ভবদিঘির ওপর দিয়ে রেল লাইন তৈরি করা যাবে না। এতে ওই জলাশয়টি ক্ষতিগ্রস্ত হবে। ভবদিঘির জলের ওপর নির্ভর করেন স্থানীয়। ওই জল কৃষিকাজে ব্যবহার হয়। এছাড়া স্থানীয়রা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ওই দিঘির জল ব্যবহার করেন।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, আড়াই লক্ষ মানুষের স্বার্থের থেকে আড়াইশো মানুষের স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছেন,
ওই এলাকায় যে সব জায়গায় রেলের কাজ চলছে তা ৬ মাসের মধ্যে শেষ করতে হবে। আর যেখানে ক্ষতিপূরণ দেওয়া হয়ে গিয়েছে কিন্তু কাজ শুরু হয়নি সেখানে ৬ সপ্তাহের মধ্যে কাজ শুরু করতে হবে।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ