Travonews.in

তুফানগঞ্জ কলেজের ইউনিয়ন রুমে তৃণমূল ছাত্রনেতার মদের আসর

 

বাংলার শিক্ষা মানে শুধুই কোটি কোটি টাকার বিনিময়ে শিক্ষক বিক্রি নয়, শাসক দলের ইউনিয়ন অফিসগুলোর দিকে চোখ দিলে বিষয়টা আরও স্পষ্ট হবে। ইউনিয়ন রুমে ছাত্র নেতা বন্ধুদের নিয়ে বসিয়েছে মদের আসর। শুধুই এটা দেখাই বাকি ছিল বাংলার নাগরিক সমাজের। তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের ঘরে মদের আসর বসানোর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের সংসদ রুমে বসে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা ধীমান দেউড়ি এবং তার সামনে রয়েছে মদের বোতল। শুধু তাই নয়, একেবারে চেয়ারে বসে টেবিলে মদের বোতল রেখে মদ্যপান করতেও দেখা যাচ্ছে ওই তৃণমূল নেতাকে।

এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এভাবে মহাবিদ্যালয়ে বসেই মদের আসর, নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি ঘটনার নিন্দা জানিয়েছেন নাগরিক সমাজও। বলে রাখা প্রয়োজন, গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলার তুফানগঞ্জ মহাবিদ্যালয়েও বন্ধ রয়েছে ছাত্র সংসদ নির্বাচন। এই প্রসঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্পাদক দীপ্ত দে বলেন – এই ঘটনা প্রমাণ করছে তৃণমূল কংগ্রেস জাতির লজ্জা শিক্ষার লজ্জা। পড়াশোনার পরিবেশ নষ্ট করতেই শাসদলের নেতারা শিক্ষাগণে যায় বলে কটাক্ষ এবিভিপি নেতার। এই ছবি হয়তো টিএমসিপি পরিচালিত বহু কলেজের ছবি। কিন্তু কার ঘাড়ে ক’টা মাথা আছে যে তা নিয়ে প্রতিবাদ জানাবে!

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ