‘মরণোত্তর দেহদান’ একটা খুবই সেনসিটিভ বিষয়। সকলে হয়তো তা পারেন না। অনেকে ধর্মবোধ থেকেই তা করেন না। কেই একবার দেহ দানের প্রস্তাব দিয়েও পরে তা প্রত্যাহার করেন। যেমন করেছেন সংগীত শিল্পী কবীর সুমন। ২০২১ সালে মরণোত্তর দেহদানের ইচ্ছেপ্রকাশ করেছিলেন কবীর সুমন (Kabir Suman)। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন কিংবদন্তী শিল্পী। বুধবার সোশাল মিডিয়ায় জানালেন, দেহদানের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তিনি। সদ্য শুরু হয়েছে রমজান। আর সেই উপলক্ষে শুভেচ্ছা জানিয়েই কবীর সুমন তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সকলকে জানাতে চাই, কিছুকাল আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম- আমি আমার দেহ দান করেছি। কোনও ধর্মীয় শেষকৃত্য আমি চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পালটালাম। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না।’ কিন্তু কে তাঁর এই সিদ্ধান্তের পরিবর্তন তা অবশ্য তিনি জানান নি।
রমজান মাসের শুরুতেই তাঁর এই সিদ্ধান্ত খুবই তাৎপর্যপূর্ণ বলেই অনেকে মনে করেন। সম্ভবত তাঁর এই সিদ্ধান্তের সঙ্গে কোনো ধৰ্মীয় অনুষঙ্গ যুক্ত আছে বলেই অনেকে মনে করেন। সেই পোস্টেই সঙ্গীতশিল্পীর সংযোজন, ‘আমি চাই, আমায় এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামী রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কতিপয় স্বজনকে এটা জানিয়ে দিলাম। আমার এই ঘোষণা বিষয়ে কারোওর কোনও মত বা মন্তব্য চাই না। সকলের ওপর শান্তি বর্ষিত হোক।’