এই মর্মান্তিক ঘটনাটি ঘটে উঃ ২৪ পরগনার শ্যামনগরে। মেয়েকে পরীক্ষার হলে পৌঁছে দিতে মা নিয়ে যাচ্ছিলো অটো করে। মঙ্গলবার সকালে আইসিএসসি পরীক্ষা দিতেই বাড়ি থেকে বেরিয়েছিল এক ছাত্রী। মাঝপথে যে এমন ঘটনা ঘটবে, তা ভাবতেও পারেনি। মায়ের সঙ্গে অটোতে চেপে পরীক্ষার হলের দিকে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় পরীক্ষার্থীর মায়ের। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের নাম শিউলি সেনগুপ্ত। তাঁর মেয়েকে স্কুলে পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। তবে পরীক্ষার ঠিক আগে এমন আকস্মিক দুর্ঘটনায় সে শোকাহত।
হাসপাতালে পৌঁছেছে তার পরিবার। মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার শ্যামনগরে ঘটনাটি ঘটে। যাত্রী বোঝাই অটো পাল্টি খেয়ে যায়। তাতেই মৃত্যু হয় পরীক্ষার্থীর মায়ের। আহত আরও দুই অভিভাবক। গ্রেফতার করা হয়েছে অটো চালককে। চারিদিকে শোকের ছায়া নেমে আসে।