November 9, 2024

আবার ট্রেন দুর্ঘটনা – বড়ো কোনো ক্ষয়ক্ষতির সংবাদ নেই

ভারতীয় রেলে দুর্ঘটনা হয়েই চলেছে। মাঝে অবশ্য কিছুদিন তেমন কিছু হয় নি। আবার আজ, শনিবার একদম ভোরে হাওড়া শালিমারে লাইনচ্যুত ট্রেন। শালিমারে ঢোকার আগে লাইনচ্যুত হয়ে গেল ডাউন সেকেন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস। দক্ষিণ-পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, নলপুর স্টেশনের কাছে ২২৮৫০ ডাউন সেকেন্দ্রাবাদ- শালিমার সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেসের তিনটি কোচ লাইনচ্যুত হয়ে গিয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানিয়েছেন, শনিবার ভোর ৫ টা ৩১ মিনিটে নলপুর স্টেশনে মাঝখানের লাইন থেকে ডাউন লাইনে যাওয়ার সময় ডাউন সেকেন্দ্রাবাদ-শালিমার সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেসের তিনটি কোচ লাইনচ্যুত হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোর ৫ টা ৩০ মিনিট নাগাদ তাঁরা বিকট শব্দ শুনতে পান। দুর্ঘটনাস্থলে এসে তাঁরা দেখতে পান যে ট্রেনের তিনটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে। যাত্রীরা জানিয়েছেন যে ভোরের দিকে আচমকা প্রবল ঝাঁকুনি অনুভব করেন। যাত্রীরা বলেন, ট্রেনের গতি খুবই কম ছিল বলে বড়ো কোনো বিপদ ঘটে নি। ইতিমধ্যে সাঁতরাগাছি থেকে খড়্গপুর থেকে দুর্ঘটনাস্থলে ‘অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন’ এবং ‘মেডিক্যাল রিলিফ ট্রেন’ পৌঁছে গিয়েছে। যাত্রীদের নিজেদের গন্তব্যে পৌঁছে দিতে ১০টি বাসের বন্দোবস্ত করা হয়েছে। আপাতত লাইন মেরামতি করে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আবার ট্রেন দুর্ঘটনা – বড়ো কোনো ক্ষয়ক্ষতির সংবাদ নেই Read More »

অট্টালিকার মালিকের নাম আবাস যোজনায়

বিরোধীরা বলছেন যে রাজ্যের আবাস যোজনা বাংলার সমস্ত দুর্নীতিকে ছাড়িয়ে যাবে। বিরোধীদের এই অভিযোগ কতটা সত্য তা নিয়ে সমাজতত্ত্ববিদেরা গবেষণা করুক। কিন্তু খালী চোখে আমরা যা দেখছি তা কিন্তু যথেষ্ট সন্দেহের। ছবিতে উল্লিখিত প্রায় অট্টালিকা সম বাড়িটি মৃণালকান্তি ঘোষ। তিনি বর্ধমান জেলার একজন রেশন ডিলার। খবরে প্রকাশ, তার নাম আছে আবাস যোজনায়। এই বিষয়ে বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “সবাই বুঝতেই পারছে বাংলার কী হাল! যারা পাওয়ার যোগ্য তারা থাকছে মাটির ঘরে, আর যাদের রয়েছে বিলাসবহুল বাড়ি তাদের জাতি বদল করে আবাসের তালিকায় নাম দেওয়া হচ্ছে।” এই খবর প্রকাশিত হতেই চারি দিকে জ্বলে ওঠে ক্ষোভের আগুন। কোথাও বাংলা আবাস যোজনার তালিকায় একই ব্যক্তির একাধিকবার নাম কোথাও আবার মৃত ব্যক্তির নাম। কুঁড়ে ঘরে থাকে অথচ নাম নেই গরিব মানুষের, রাজ্যের বিভিন্ন প্রান্তে উঠছে এই অভিযোগ। দুর্নীতি কোন পর্বে পৌঁছালে এটা সম্ভব তা সহজেই অনুমেয়। মৃনাল কান্তি ঘোষের নাম প্রকাশ্যে আসতেই চারিদিকে সমালোচনার ঝড় ওঠে। তিনি থাকেন বিদবিহারের জামদহ এলাকায় এই বিলাসবহুল বাড়িতে । তারপরেও কীভাবে বাংলা আবাস যোজনায় নাম ঢুকল ওই ব্যক্তির সেই নিয়ে উঠছে প্রশ্ন। বিদবিহার গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে যখন সমীক্ষা হয়েছিল তখন যে ৭৭৪ জনের নাম তালিকায় ছিল, সেই তালিকা গ্রাম পঞ্চায়েতের সার্ভার থেকে মুছে গিয়েছিল। সম্প্রতি সেগুলি আবার ফিরে এসেছে। দেখা যাচ্ছে, ওই তালিকায় অধিকাংশ নামের ব্যক্তিরই রয়েছে পাকা বাড়ি। সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। আবাসের তালিকায় নাম থাকা রেশন ডিলারকে প্রশ্ন করা হলে, তিনি তড়িঘড়ি বাইক নিয়ে এলাকা ছাড়েন। কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানীপ্রসাদ ভট্টাচার্য জানিয়েছেন, এই ধরনের কারও নাম আবাসের তালিকায় থাকার কথা নয়। এই নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

অট্টালিকার মালিকের নাম আবাস যোজনায় Read More »

অবশেষে পুতিনের শুভেচ্ছা বার্তা পেলেন ট্রাম্প

এই দুই দেশ, অর্থাৎ আমেরিকা ও রাশিয়ার সম্পর্ক আদায় কাঁচকলায়। কেউই কারোর কাছে মাথা নোয়াতে রাজি না। ইতিমধ্যে আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসাবে জিতে গেছেন ডোনাল্ড ট্রাম্প। নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্তত ৭০টি দেশ ইতিমধ্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে ট্রাম্পের উদ্দেশ্যে। আর এবার সেই বার্তা পাঠালেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বৃহস্পতিবার সোচিতে আয়োজিত ভালদাই ফোরামে বক্তৃতা দিতে গিয়ে পুতিন বলেন, “বিপুল ভোটে জয়ের জন্য ট্রাম্পকে শুভেচ্ছা জানাতে চাই।” স্বাভাবিক কারণেই তখন সাংবাদিকদের পক্ষ থেকে ছুটে নানা প্রশ্ন। পুতিন একে একে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। তাকে প্রশ্ন করা হয়,আগামী দিনে তিনি কী ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসবেন? রুশ প্রেসিডেন্টের জবাব, ‘তিনি কথা বলার জন্য তৈরি।’ অন্যদিকে নির্বাচনের পর একটি সাক্ষাৎকারে ট্রাম্পও বলেছেন, “আমি পুতিনের সঙ্গে কথা বলতে ইচ্ছুক।” এতেই মনে হচ্ছে, এই দুই রাষ্ট্রনায়ককে যদি একসঙ্গে আলোচনার টেবিলে বসানো যায়, তাহলে বিশ্ব থেকে যুদ্ধ অনেকটাই দূর হবে।

অবশেষে পুতিনের শুভেচ্ছা বার্তা পেলেন ট্রাম্প Read More »

আবার বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমন – সতর্ক বার্তা পাঠলো ভারত

বাংলাদেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলন অনেক আগেই পাকিস্তান পন্থী জামাতের হাতে চলে যাওয়ার ফলে বাংলাদেশে দিন দিন হিন্দুদের উপর আক্রমন বেড়েই চলেছে। চট্টগ্রামে হিন্দুদের উপরে মিলিতভাবে হামলার অভিযোগ পুলিশ ও সেনাবাহিনীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই অত্যাচারের ভিডিয়ো। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত সরকার। হিন্দুদের উপরে হামলার ঘটনায় বাংলাদেশ সরকারকে কঠোর পদক্ষেপ করার আর্জি জানাল সরকার। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের চট্টগ্রামে হিন্দুদের উপরে নৃশংস হামলার তীব্র নিন্দা করেন। তিনি জানান, সরকার ব্যর্থ হচ্ছে এই হামলা বন্ধ করতে। এ জিনিস চলতে পারে না। পাকিস্তানের চরমপন্থী দলগুলো এই ঘটনা ঘটেচ্ছে বলে তার দাবি। প্রসঙ্গত, গত ৫ অগস্ট গণআন্দোলনের মুখে পড়ে পতন হয় হাসিনা সরকারের। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। নোবেলজয়ী মহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। দেশে এই পালাবদলের পরই হামলার মুখে পড়ছে সংখ্যালঘু হিন্দুরা। খুন, লুঠপাট, ভাঙচুরের মতো ঘটনা ঘটেই চলেছে। এর আগে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

আবার বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমন – সতর্ক বার্তা পাঠলো ভারত Read More »

আন্ডার আর্মস ঝকঝকে রাখতে মেনে চলুন কয়েকটি নিয়ম

  আমরা সকলেই কমবেশি মুখের যত্ন যতটা নি,ততটা কিন্তু আন্ডার আর্মস অর্থাৎ বগোলের যত্ন নিই না। ফলে সকলের সামনে হাত তুলতে লজ্জাবোধ হয়। তাই কয়েকটি টিপস মেনে চলুন – ১) নিয়মিত এক্সফোলিয়েট করুন। পালকের মতো মোলায়েম ও মসৃণ আন্ডারআর্ম অর্জন করতে নিয়মিত এক্সফোলিয়েশন মেনে চলুন। এক্সফোলিয়েটিং ত্বকের মৃত কোষগুলিকে অপসারণ করতে সাহায্য করে।   ২) মৃদু স্ক্রাব ব্যবহার করতে চিনি ও নারকেল তেলে একসঙ্গে মিশিয়ে প্রাকৃতিক এক্সফোলিয়েটর তৈরি করে ব্যবহার করতে পারেন। এই উপকারী মিশ্রণ বৃত্তাকার গতিতে আন্ডারআর্মে আলতোভাবে স্ক্রাব করে ম্যাসাজ করুন।   ৩) প্রতিদিন ময়শ্চারাইজ করুন। মসৃণ ও সুন্দর ত্বক বজায় রাখার জন্য আপনার আন্ডারআর্মগুলিকে ময়শ্চারাইজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।   ৪) শিয়া বাটার বা অ্যালোভেরার মতো হাইড্রেটিং ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। নিয়মিত ময়শ্চারাইজিংয়ের জেরে শুষ্কতা, জ্বালাভাব ও রুক্ষভাব দূর করতে সাহায্য করে।   ৫) সঠিকভাবে শেভ করুন। শেভিং করার সময় বেশ কিছু কথা মাথায় রাখা দরকার। সঠিকভাবে শেভিং না করলে জ্বালাভাব বেশিদিন ধরে থাকতে পারে। এমনকি র‍্যাশেস, ইনগ্রাউন হেয়ার তৈরি হতে পারে। শেভ করার সময় ধারালো ও পরিষ্কার রেজার ব্যবহার করতে ভুলবেন না যেন।

আন্ডার আর্মস ঝকঝকে রাখতে মেনে চলুন কয়েকটি নিয়ম Read More »

প্রাণী ‘অক্টোপাস’ – অভিনব অঙ্গ-প্রত্যঙ্গ

প্রাণী জগতে অক্টোপাসের শরীর বড়ই বিস্ময়কর। তাদের ৩টি হার্ট,৯টি মস্তিস্ক আছে। গবেষণায় জানা গেছে,অক্টোপাসের শরীরে তিনটি হার্ট থাকে। যা তাদের শরীরে রক্ত সঞ্চালনের কাজে লাগে। অক্টোপাসের আটটি বাহু আছে। জানলে অবাক হবেন ওই আটটি বাহুতে একটি করে মস্তিষ্ক আছে ওদের। এমন একটি মস্তিষ্ক মাথার কাছে। এর ফলে অক্টোপাস তার শরীরের চারপাশ সম্পর্কে অবগত থাকে। এছাড়াও অক্টোপাসের দেহে একটি কালি থলি থাকে। যা থেকে কালো কালির মতো কিছু বের হয়। যখন অক্টোপাস বিপদে পড়ে, তখন সে ওই থলি থেকে কালি ছোড়ে। এতে কিছুক্ষণের জন্য অন্য প্রাণী অন্ধ হয়ে যায়! ঘ্রান শক্তিও চলে যায় কিছুক্ষণের জন্য!   তবে অক্টোপাস বেশিদিন বাঁচে না। ছয় মাসের মধ্যেই অনেক প্রজাতির অক্টোপাস মারা যায়! তাছাড়া স্ত্রী অক্টোপাস প্রায় দেড় লক্ষ ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা বের হয়। বাচ্চা বের হবার পর মা অক্টোপাস মারা যায়। অক্টোপাসের রক্তের রঙ নীল হয়। এই সব তথ্য উঠে এসে বিভিন্ন গবেষণায়!

প্রাণী ‘অক্টোপাস’ – অভিনব অঙ্গ-প্রত্যঙ্গ Read More »

ভ্রমণ -‘গেঁওখালী’

একদম ঘরের সামনে। দূরে যেতে হবে না। একসঙ্গে বিশাল নদী,বনাঞ্চল ও রসালো ইলিশ। একটু অফবিট জায়গা যাঁদের পছন্দ তাঁদের জন্য আদর্শ ডেস্টিনেশন হোক ‘গেঁওখালী’। যদি আপনাকে বলি যে বাংলায় এমন একটি জায়গা আছে যেখানে আপনি ঘুরতেও যেতে পারবেন আবার উপড়ি পাওনা হিসেবে ইলিশের বিভিন্ন পদের স্বাদও উপভোগ করতে পারবেন তাহলে কেমন হয়? তাহলে ঘুরে আসতে পারেন গেঁওখালি । কলকাতা (Kolkata) থেকে এই জায়গাটি মাত্র কয়েক কিমি দূরে অবস্থিত। এই জায়গাটি কলকাতা থেকে হলদিয়া (Haldia) যাওয়ার পথেই পেয়ে যাবেন। এখানে আপনি দুইভাবে যেতে পারবেন, এক হল ট্রেন অন্যটি হল লঞ্চে করে। লঞ্চে করে আপনি যদি গেঁওখালি যেতে চান তাহলে আপনাকে গাদিয়ারা থেকে লঞ্চ ধরতে হবে।   এই গেঁওখালিতেই রয়েছে ইলিশ মাছের আড়ত। এখন থেকে কিনে নিয়ে যেতে পারেন ইলিশ মাছ। এছাড়া এই গেঁওখালিতে একটি চার্চও রয়েছে, যেখানে আপনি অনায়াসেই ঘুরে আসতে পারেন। এই গেঁওখালী’তে এই সময় প্রায় সমস্ত হটোলে হচ্ছে ইলিশ উৎসব। যথেষ্ট সস্তায় আপনি পেতে পারেন ইলিশের স্বাদ।

ভ্রমণ -‘গেঁওখালী’ Read More »