ভ্রমণ-অফবিট সমুদ্রসৈকত – ‘লালগঞ্জ’ – এখানে আপনি আপনার বন্ধু হবেন
সমুদ্রের প্রতি টান বিশ্বের সমস্ত ভ্রমণ পিপাসু মানুষেরই আছে। আর বাঙালির তো আছেই। কিন্তু সেই একঘেয়ে দিঘা,পুরী কি আর ভালো লাগে? এবার তাই নতুন সৈকতের খোঁজ দিচ্ছি আমরা। বর্তমানে ইন্টারনেটের যুগে একটু খোঁজাখুঁজি করলেই নিজের বাড়ির আশেপাশে এই বেশ কিছু অফবিট ডেস্টিনেশন সম্পর্কে জানা যায়। কলকাতা থেকে মাত্র ১৩০ কিলোমিটার দূরে রয়েছে এই লালগঞ্জ সমুদ্র সৈকত। এখানে দীঘার মত এত ভিড় নেই। একেবারেই নিরিবিলি এলাকায় আপনি নিজের মতো বেশ কিছুটা সময় উপভোগ করতে পারবেন। মন খুলে সমুদ্র উপভোগ করতে পারবেন। দু’একদিন ছুটি পেলে একবার বেরিয়ে পড়ুন পরিবার নিয়ে। আর এখন তো বর্ষার মৌসুম চলছে। এই বর্ষার মরশুমে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ার মতো। আপনার যদি নিজের গাড়ি থাকে তাহলে তো যাতায়াতের ক্ষেত্রে কোন সমস্যাই নেই। আর যদি গাড়ি নাও থাকে তাহলে আপনি ট্রেনে করে এখানে পৌঁছে যেতে পারেন। যাতায়াতের খুব বেশি ঝামেলা নেই। শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে উঠে আপনাকে নামখানা নামতে হবে। সেখানে অটো করে পৌঁছে যেতে পারবেন লালগঞ্জ। এখান থেকে খুব কাছেই রয়েছে বকখালি। এখানে থাকার জন্য ক্যাম্পের ব্যবস্থা রয়েছে। আপনি টেন্টে বসেই সমুদ্রের গর্জন শুনতে পারবেন। একদম হাতের নাগালের মধ্যেই সমুদ্রকে দেখতে পাবেন।
ভ্রমণ-অফবিট সমুদ্রসৈকত – ‘লালগঞ্জ’ – এখানে আপনি আপনার বন্ধু হবেন Read More »