October 31, 2024

সময়ের অভাবে তিলোত্তমার মা-বাবার সঙ্গে দেখা করতে পারেন নি স্বরাষ্ট্রমন্ত্রী – অগ্নিমিত্রা

রবিবার একদিনের ঝটিকা সফরে বাংলায় এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই তিলোত্তমার মা-বাবা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সবাই আশা করেছিলেন যে হয়তো রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের সময় দেবেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের কথা হয় নি। এই নিয়ে ননা গুঞ্জন উঠেছে সর্বত্র। এই পরিস্থিরিতেই বুধবার রাতে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ও কৌস্তব বাগচী দেখা করেন তিলোত্তমার মা-বাবার সঙ্গে। অমিত শাহ প্রায় ১৯ ঘন্টা বাংলায় থাকলেও সময়ের অভাবে তিনি দেখা করতে পারেন নি তিলোত্তমার মা-বাবার সঙ্গে। মূলত সেই বার্তা দিতেই তাঁরা গিয়েছিলেন। বুধবার সন্ধে নাগাদ তিলোত্তমার বাবার ডাকে সাড়া দিয়ে তাঁদের সঙ্গে দেখা করতে যান অগ্নিমিত্রা, কৌস্তভ বাগচীরা,তেমনটাই দাবি বিজেপি নেত্রীর। পরে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা। সেই সময় অমিত শাহর ব্যাপারে প্রশ্ন করা হলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা বলেন, “উনি সময় পাননি দেখা করার। ১৯ ঘণ্টা হয়ত ছিলেন এখানে তবে সময় ছিল না হাতে একদম। দেড়টায় সময় হোটেলে ঢুকেছেন। পরের দিন পেট্রাপোল, এরপর পার্টির অনুষ্ঠানে সল্টলেক আর তারপরই চলে গিয়েছেন। আসলে আমাদের মনের শান্তির জন্য আর দাদা-দিদির (তিলোত্তমার মা-বাবা) শান্তির জন্য বলেছিলাম।” এর পরে তিনি আরও বলেন,”এই বিষয়টির তদন্ত হচ্ছে সুপ্রিম কোর্টে। এখানে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বলার বা করার কিছু নেই। দিদির পাশাপাশি দেখা করার জন্য আমিও অমিত শাহকে চিঠি দিয়েছে। এটা মানসিক শান্তি।” তবে পরে কোনো এক সময় স্বরাষ্ট্রমন্ত্রী চেষ্টা করবেন তিলোত্তমার মা-বাবার সঙ্গে দেখা করার – এ কথাও তারা জানান।

সময়ের অভাবে তিলোত্তমার মা-বাবার সঙ্গে দেখা করতে পারেন নি স্বরাষ্ট্রমন্ত্রী – অগ্নিমিত্রা Read More »

বাংলাদেশে গণবিদ্রোহের ডাক শেখ হাসিনার

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠছে। নতুন অন্তরবর্তী সরকারের সময় শেষ হয়ে আসছে। এদিকে দেশের রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে ইতিমধ্যে একটি গোষ্ঠী আন্দোলনে নেমেছেন। ঠিক সেই অবস্থায় ভাইরাল হয়ে গেলো কয়েকটি টেলিফোনিক সংলাপ। অনেকেরই ধারণা সেই সংলাপের এক দিকের কন্ঠস্বর শেখ হাসিনার। এবার প্রশ্ন, কি আছে সেই সংলাপে? শেখ হাসিনা বলছেন, যারা যারা তাদের দলকে আক্রমন করছেন, তাদের পরিণতি হবে খুবই খারাপ। স্বাভাবিক কারণেই এই ভাইরাল ভিডিও শুনে বিএনপি সহ অন্যান্য দল ক্ষুব্ধ হয়ে ওঠেন। বিএনপি নেতৃত্ব ইতিমধ্যে বলা শুরু করেছেন, শেখ হাসিনা দেশের মধ্যে গণবিদ্রোহকে উস্কে দিতে চাইছে। গত সেপ্টেম্বরের একটি ভাইরাল ভিডিওতে হাসিনাকে বলতে শোনা যাচ্ছে, “আমি কাছাকাছিই আছি। প্রয়োজনে দ্রুত দেশে ফিরতে পারব।” তবে সেই কন্ঠস্বর হাসিনার কিনা তা নিয়ে সন্দীগ্ধ নাগরিক মহল। সম্প্রতি ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে শোনা যাচ্ছে -“আমাদের লোকদের উপর যারা হামলা চালাচ্ছে তাদের তালিকা তৈরি করুন। কেউ রেহাই পাবে না। আমি যে কোনও মুহূর্তে ফিরে আসতে পারি।” তাই সব মিলিয়ে বাংলাদেশের মধ্যে একটা নতুন শঙ্কা তৈরী হয়েছে।

বাংলাদেশে গণবিদ্রোহের ডাক শেখ হাসিনার Read More »

চলতি বছর দক্ষিণেশ্বরের পুজো ১৭০ বছরে পা রাখল

বাংলার কালীপুজোর তালিকায় একদম প্রথমেই উচ্চারিত হয় তারাপীঠ, কালীঘাট ও দক্ষিণেশ্বরের নাম। সেই দক্ষিণেশ্বরের সঙ্গে যুক্ত আছে সাধক রামকৃষ্ণের নাম। প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে ভবতারিণীর পুজো ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহের ঢল নামে। চলতি বছর দক্ষিণেশ্বরের পুজো ১৭০ বছরে পা রাখল। প্রথমে অবশ্য মা কালীর পুজো নামেই তা পরিচিত ছিল। ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব মা কালীকে ভবতারিণী মনে করেছেন। তারপর থেকে দক্ষিণেশ্বরের কালী মায়ের পুজো মা ভবতারিণী পুজো নামেই স্বীকৃতি পেয়েছে। সারা বছর ধরে দক্ষিণেশ্বরের কালীমন্দিরে পুজো হয়। কিন্তু কার্তিক মাসের অমাবস্যা তিথির পুজো বিশেষ গুরুত্বপূর্ণ। শাক্ত, বৈষ্ণব ও শৈব তিন মতেই পুজো হয়। মন্দির কর্তৃপক্ষের মতে, দক্ষিণেশ্বরের মন্দির হল ত্রিবেণী সঙ্গম। তাই, শৈব মতে শিব মন্দিরে পুজো হয়। আবার বৈষ্ণব মতে রাধা কৃষ্ণের পুজো এখানে হয়। শক্ত মতে ভবতারিণীর পুজো তো রয়েছেই। এদিন হিন্দু ধর্মের রীতি অনুযায়ী শৈব, বৈষ্ণব ও শাক্ত এক সঙ্গে পূজিত হন। আজ কয়েক হাজার মানুষ ভরিয়ে তুলবে দক্ষিণেশ্বরের চাতাল। চোখের জলে ভাসবেন ভক্তপ্রাণ মানুষ। কথিত আছে, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব চার প্রহরে মহাযোগে মা ভবতারিণীর পুজো শুরু করতেন। সেই রীতি আজও মেনে চলা হয়। আজও চার প্রহরেই মন্দিরের পুজো শুরু হয়। দক্ষিণেশ্বর মন্দির পরিচালন কমিটির সম্পাদক কুশল চৌধুরী বলেন, ‘‌চলতি বছর রাত সাড়ে ১০টার সময় পুজো শুরু হবে। পুজোর অঞ্জলি শুরু হবে রাত সাড়ে তিনটের কথিত আছে, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব চার প্রহরে মহাযোগে মা ভবতারিণীর পুজো শুরু করতেন। সেই রীতি আজও মেনে চলা হয়। আজও চার প্রহরেই মন্দিরের পুজো শুরু হয়। দক্ষিণেশ্বর মন্দির পরিচালন কমিটির সম্পাদক কুশল চৌধুরী বলেন, ‘‌চলতি বছর রাত সাড়ে ১০টার সময় পুজো শুরু হবে। পুজোর অঞ্জলি শুরু হবে রাত সাড়ে তিনটের সময়। তারপরে পর্যায়ক্রমে চলবে মঙ্গল আরতি ও ভোগ নিবেদন। ১৭০ বছরের প্রীতি মেনেই মা ভবতারিণী পুজো পাঠ হবে।’‌ সময়। তারপরে পর্যায়ক্রমে চলবে মঙ্গল আরতি ও ভোগ নিবেদন। ১৭০ বছরের প্রীতি মেনেই মা ভবতারিণী পুজো পাঠ হবে।’‌ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য।

চলতি বছর দক্ষিণেশ্বরের পুজো ১৭০ বছরে পা রাখল Read More »

পাইলস কমাতে অব্যর্থ ওষুধ -হলুদ

হ্যাঁ অবশ্যই কাঁচা হলুদ সবচেয়ে বেশি ফলপ্রসূ। একাধিক কারনেই আধুনিক সভ্যতার একটি দান হলো -‘পাইলস’। আয়ুর্বেদ শাস্ত্র মতে পাইলসের মহৌষধ হলো কাঁচা হলুদ। কিভাবে তা ব্যবহার করবেন?    পাইলসের রুগিরা একটা কাজ অভ্যাস করে ফেলুন তা হলো প্রতিদিন সকালে ১ইঞ্চি মতো কাঁচা হলুদ ৫/৬টা নিমপাতার সঙ্গে চিবিয়ে খেয়ে তারপরে ব্রাশ করে নিন।    বাইরে থেকে কাঁচা হলুদ ব্যবহারের রীতি জানিয়েছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা। তাঁদের মতে –

পাইলস কমাতে অব্যর্থ ওষুধ -হলুদ Read More »

হৃদরোগ বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ‘ঝিঙ্গারু’ ফলের জুড়ি নেই

এটা ঠিক সমতল ভূমিতে এই ফল বেশি পাওয়া যায় না। মূলত পাহাড়ি অঞ্চলেই হয়। তবে যেকোনো বড়ো বাজারে খোঁজ করলে অবশ্যই পাওয়া যাবে এই পাহাড়ি ফল ‘ঝিঙ্গারু’। এই ফল থোকায় থোকায় হয়। এটি পাকলে কমলা বা গাঢ় লাল হয়ে যায়। এই ফলগুলি হালকা টক-মিষ্টি বা কষা স্বাদের হয়ে থাকে। জিঙ্গারুতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। এই গাছ শাখা-প্রশাখা কাঁটাযুক্ত মাঝারি আকারের হয়। পাতা রঙ গাঢ় হয়। উচ্চতায় ৫০০ থেকে ২৭০০ মিটার পর্যন্ত হয়। মূলত পাহাড়ি এলাকায় দেখা যায়। এই ফল স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। আয়ুর্বেদের এমন অনেক ফল রয়েছে যার মধ্যে আছে অনেক ওষধি গুণ। এমনই একটি ফল হল ঝিঙ্গারু। এই পাহাড়ি ফল আকারে ছোট হয়। লাল রঙের দেখতে হয় অনেকটা আপেলের মতো। এই ফলকে হিমালয়ান রেডবেরি ও ফায়ারথর্ন আপেলও বলা হয়।   এই ফল গাছের শিকড় থেকে শুরু করে ফল, ফুল, পাতা, ডাল সবই খুবই উপকারী। এই ফলটি জুন, জুলাই ও অগাস্ট মাত্র ৩ মাস পাওয়া যায়। এই ফল ও গাছের পাতা স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকায় এটি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস নিরাময়ে সহায়তা করে। অনেক ওষধি গুণে সমৃদ্ধ এই ফল রক্ত ডায়রিয়াও অত্যন্ত কার্যকরী। এই ফল শুকিয়ে গুঁড়ো করে দইয়ের সঙ্গে মিশিয়ে খেলে খুব উপকার পাওয়া যায়। রক্ত ডায়রিয়া থেকে মুক্তি পাওয়া যায়। দাঁতের ব্যথায় এই ঝিঙ্গারু গাছের ডালের জুড়ি মেলা ভার। এটি দাঁতে নিয়মিত ব্যবহার দাঁত উজ্জ্বল হয়। দাঁতের ব্যথা থেকেও মুক্তি পাওয়া যায়। পাহাড়ে পাওয়া এই ফলকে প্রোটিনের ভাল উৎস হিসেবে গণ্য করা হয়। স্বাস্থ্য ভাল রাখতে এই ফলটি অবশ্যই খাওয়া যেতে পারে। এই ফলের ওষধি গুণ রক্ত ​থেকে ক্ষতিকারক কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে।

হৃদরোগ বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ‘ঝিঙ্গারু’ ফলের জুড়ি নেই Read More »

ভ্রমণ – কালিংপং এর অদূরেই ‘সন্তুক’ – ঘন সবুজ গালিচা পাতা চা বাগান  আপনার জন্য অপেক্ষা করছে

  পাহাড়ের কোলে মনোরম পরিবেশে কিছুটা সময় কাটাতে চাইছেন? রোজকার দিনের এই একই রুটিন থেকে সামান্য ব্রেক পেতে চাইছে আপনার মন! তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য। সেই একঘেয়ে দার্জিলিং(Darjeeling) বা কালিম্পং(Kalimpong) নয়, পাহাড়ের এই অফবিট(Offbeat) জায়গাতে একবার গেলে আর ফিরে আসতে চাইবেন না। প্রিয় মানুষ কিংবা আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবকে নিয়ে কয়েকটা দিন এই নিরিবিলি পরিবেশে ছুটি কাটিয়ে আসতে পারেন। এই ছোট সুন্দর জায়গাটির নাম সান্তুক। এটি কালিম্পং এ অবস্থিত।    মুক্ত পরিবেশে,কোলাহল মুক্ত পরিবেশে মন ভালো হয়ে উঠবে। আপনাকে কেউ বিরক্ত করবে না। কাজের চাপ থেকে মুক্তি মিলবে কদিনের জন্য। আর আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ হয়ে থাকেন তাহলে তো সোনায় সোহাগা। এখানে আপনি ট্র্যাকিংয়ের আনন্দ নিতে পারবেন। রেইং নদী এবং পায়ুঙ নদীর মাঝে অবস্থিত এই সন্তুক। কালিম্পং থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। এখানের পাহাড়ি গ্রামের রাস্তা ধরে ওপরে উঠলে আপনি ক্যাম্পিং সাইটে পৌঁছে যাবেন। আর আপনি যদি ক্যাম্পে পৌঁছাতে চান তাহলে আপনাকে ৫০ মিটার মত একটু চড়াই করতে হবে। দারুন সুন্দর পরিবেশ।

ভ্রমণ – কালিংপং এর অদূরেই ‘সন্তুক’ – ঘন সবুজ গালিচা পাতা চা বাগান  আপনার জন্য অপেক্ষা করছে Read More »

বুধবার রাতে আসানসোলের গোপালনগর ক্রিকেট ক্লাবের ৩০ ফুটের কালী প্রতিমা ভেঙে পড়লো – বিস্মিত সকলে

এমন ঘটনা সাধারণত ঘটে না। গত বেশ কয়েক বছর ধরেই আসানসোলের গোপালনগর ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত কালীপুজোর প্রতিমা হচ্ছে ৩০ ফুট। কিন্তু গতকাল রাতে হঠাৎ সেই প্রতিমা ভেঙে পরে। কেউ কিছু বুঝে ওঠার আগেই প্যান্ডেলের ভিতরে হুড়মুড়িয়ে ভেঙে যায় প্রতিমা।এমন পরিস্থিতিতে কারিগর থেকে পুজো উদ্যোক্তারা শুরু করেছে কান্নাকাটি। কেমন করে পড়ে গেল বুঝে উঠতে পারছেন না কারিগররা। অন্য মূর্তি এনে কালীপুজো হবে এবং মেলাও হবে বলে অবশেষে জানালেন উদ্যোক্তাদের মধ্যে থাকা সদস্য তাপস ঘোষ। তারা মনে করছেন, দানার কারণে যে ব্যাপক বৃষ্টি হয়, তার জন্য প্রতিমা ঠিক মতো শুকোয় নি। তার ফলে এমন বিপত্তি ঘটেছে। খুব দ্রুততার সঙ্গে তারা বিকল্প মূর্তি আনার ব্যবস্থা করেন। ওই পুজোর পাশাপাশি খেলার ওই মাঠে মেলার আয়োজনও করা হয়। একসপ্তাহ ধরে এই গোপালনগর এলাকা জমজমাট হয়ে থাকে। নানা সংস্কৃতিক অনুষ্ঠান হয়। আসানসোল ছাড়াও বহু মানুষ কালীপুজোর সময় আসেন এই পুজো মন্ডপে এত বড় প্রতিমা দেখতে। শহর থেকে মানুষ আসেন এখানে কালীপুজো দেখতে। এই ঘটনায় সকলেই মর্মহত। কালীপুজোর এক উদ্যোক্তা তাপস ঘোষ বলেন, ‘‌আমাদের মন খুব ভারাক্রান্ত। এমন ঘটনায় চোখে জল চলে এসেছে। তবে মায়ের পুজো তো বন্ধ হতে পারে না। আমরা সকলে মিলেই নতুন উদ্যমে মায়ের পুজো করব।’

বুধবার রাতে আসানসোলের গোপালনগর ক্রিকেট ক্লাবের ৩০ ফুটের কালী প্রতিমা ভেঙে পড়লো – বিস্মিত সকলে Read More »