কলকাতা পৌরনিগমে বিপুল নিয়োগের খবর
কলকাতা পৌরনিগমে বিপুল পদ খালি আছে। ফলে কর্মীদের কাজের চাপ বেড়েই চলেছে। নানা আইনি জটিলতায় এখন নিয়োগ বন্ধ আছে। আগে যা নিয়োগ হয়েছে, তা নিয়ে বে-নিয়মের অভিযোগ উঠেছে। কিন্তু এবার আবার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। খবরে প্রকাশ, সম্প্রতি বাম কাউন্সিলর নন্দিতা রায় অভিযোগ তোলেন, বিপুল শূন্যপদ রয়েছে কলকাতা পুরনিগমে । এদিকে, লোকবলের অভাবে কাজের সমস্যা হচ্ছে । নিয়োগ নিয়ে পুরনিগমের অবস্থান স্পষ্ট করার দাবি করেন তিনি ।এই প্রশ্নে কর্মিবর্গ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, কলকাতা পুরনিগমের মোট স্থায়ী পদ ৪৬,৪০৪টি । তবে তিনি জানান, এই পদের মধ্যে ২২, ৬২৪টি পদে নিয়োগ সম্ভব । বাকি পদে সরাসরি নিয়োগ করা যায় না, কারণ বাকি পদ পদোন্নতির উপর নির্ভর করে । এর মধ্যে ২২, ৬২৪টি পদের মধ্যে ১৩, ৬৭৮টি পদ খালি আছে। কলকাতা পুরনিগম সূত্রে খবর, 2018 সালের পুর আইন অনুসারে নিয়োগের ক্ষেত্রে এখন রাজ্যের অনুমতি দরকার হয়। বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, সেই নিয়মের ভিত্তিতে ৫, ১৭১টি পদে নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করেছে পুরনিগম ৷ এছাড়াও ৩২৭টি পদে নিয়োগ প্রক্রিয়া চলছে ।পাশাপশি জানা যাচ্ছে, কলকাতা পুরনিগমের পদ পুনর্বিন্যাস হচ্ছে । টপ ম্যান, ট্রলি ম্যান, ভিস্তি, প্রপেল ক্র্যাফট ড্রাইভার – এই ধরনের অনেক পদের অবলুপ্তি ঘটছে । আবার বেশকিছু নতুন পদ তৈরিরও প্রয়োজন হচ্ছে । পদ পুনর্বিন্যাসের বিষয়টি নির্ধারণের জন্য কলকাতার মেয়রের নির্দেশে একটি কমিটি তৈরি হয়েছে। এখন স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে স্বচ্ছ নিয়োগ নিয়ে, যা প্রায় দুর্লভ হয়ে উঠেছে এই রাজ্যে।
কলকাতা পৌরনিগমে বিপুল নিয়োগের খবর Read More »