October 27, 2024

স্বাস্থ্য সংবাদ-ঋতু পরিবর্তনর সঙ্গে সঙ্গে কয়েকটি রোগে বাচ্চারা আক্রান্ত হয় – সাবধান করছেন চিকিৎসকেরা

বর্ষা বিদায় নিয়েছে। হেমন্তের সকালে বেশ ঠান্ডা বাতাস দিচ্ছে। বাংলার ঋতু পরিবর্তন হচ্ছে। এই ঋতু পরিবর্তনের মুখে বাচ্চারাই ঘন ঘন শরীর খারাপে ভোগে। এই সময় কোন-কোন রোগের প্রকোপ বেশি এবং তার হাত থেকে সন্তানকে সুস্থ রাখবেন কী ভাবে তার টিপস দিচ্ছেন কয়েকজন শিশু চিকিৎসক। তাঁরা বলছেন, এই ঋতু পরিবর্তনের মুখে, বিশেষত এমন বর্ষার পর বাচ্চাদের মধ্যে মূলত তিন ধরনের রোগের ঝুঁকি বেড়ে যায়। এক, সর্দি-কাশি খুব কমন। শ্বাসজনিত সমস্যা, নিউমোনিয়া, ফুসফুসে সমস্যা দেখা দেয়। দুই, বৃষ্টির জল থেকে পেটের সংক্রমণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নোংরা জল থেকে হেপাটাইটিস, টাইফয়েড, জন্ডিস, পেট খারাপের মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও হতে পারে স্ক্রাব টাইফাস ও ডেঙ্গি।

স্বাস্থ্য সংবাদ-ঋতু পরিবর্তনর সঙ্গে সঙ্গে কয়েকটি রোগে বাচ্চারা আক্রান্ত হয় – সাবধান করছেন চিকিৎসকেরা Read More »

মেদিনীপুর টাউনের ২১ নম্বর ওয়ার্ডে রোড শো করলেন মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা

তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা মেদিনীপুর টাউনের ২১ নং ওয়ার্ডে সমর্থক ও বাসিন্দাদের কাছে পৌঁছাতে রোড শো-র আয়োজন করলেন। এই কর্মসূচি ছিল তাঁর ভোটপ্রচারের মূল অংশ। অগণিত স্থানীয় সমর্থক, দলের কর্মী এবং এলাকার বাসিন্দারা প্রার্থী সুজয় হাজরার সঙ্গে ব়্যালি করেছেন। পুরো রোড শো জুড়ে, সুজয় হাজরা এলাকার বাসিন্দাদের উষ্ণ অভ্যর্থনা জানান, তাদের সমস্যার কথা শোনেন এবং মেদিনীপুরের উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গি সকলের সঙ্গে ভাগ করে নেন। সেখানে ব্যানার, স্লোগান এবং মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস একটা অভিনব পরিবেশ তৈরি করে। যাদের প্রতিনিধিত্ব করতে চান সুজয় হাজরা, তাদের সাথে সর্বদা নিবিড় সংযোগ রাখার প্রতিশ্রুতি দেন তিনি। সুজয় হাজরা বলেন, “এই প্রচার কর্মসূচি মূলত মেদিনীপুরের বক্তব্য শুনতে এবং এলাকাবাসীর সকল আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে সুন্দর ভবিষ্যত গড়ে তোলার জন্যই আয়োজিত হয়েছে।” তিনি স্থানীয়দের আশ্বাস দিয়েছেন যে, নির্বাচিত হলে তিনি মেদিনীপুর শহরের উন্নয়নকে অগ্রাধিকার দেবেন এবং তাদের সকল সমস্যা সমাধান করার জন্য আন্তরিকভাবে কাজ করবেন৷ রোড শোয়ে গিয়ে সুজয় হাজরা তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, বিভিন্ন সম্প্রদায়ের বন্ধনকে শক্তিশালী করতে এবং মেদিনীপুরের ভবিষ্যতের জন্য তৃণমূল কংগ্রেসের পরিকল্পনার প্রতি আস্থা জাগাতে জোর দিয়েছেন।

মেদিনীপুর টাউনের ২১ নম্বর ওয়ার্ডে রোড শো করলেন মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা Read More »

সিজার রুগীকে টায়ারের উপরের চাপিয়ে হাসপাতালের পথে পরিবার, ডেবরায় হাড়হিম করা ঘটনা!

বৃষ্টিতে রাস্তায় হাঁটু সমান জল, সিজার রুগীকে টিউবের উপরের চাপিয়ে হাসপাতালের পথে পরিবার। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৫/১ অঞ্চলের বাড়াগড় এলাকায়। জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি খাল রয়েছে।প্রায় ১৫ বছর ধরে খালের সংস্কার হয়নি বলে অভিযোগ। তার ফলে অল্প বৃষ্টি হলে রাস্তার উপর হাঁটু সমান জল জমে। বর্ষা বা অতি বৃষ্টি হলেই এলাকায় কোন রুগী হলেই এভাবেই টিউবের উপর বসিয়ে রুগীকে নিয়ে যেতে হয় হাসপাতালে। শনিবার সেই চিত্র ধরা পড়লো ডেবরার বাড়াগড় গ্রামে। জানাযায় গত ১০ দিন আগে এক মহিলার সিজার হয়, আজকে সকালে তিনি অসুস্থ বোধ করেন, তাকে নিয়ে যেতে কার্যত ভরসা সেই টিউব। টিউবের উপর বসিয়ে নিয়ে যেতে হচ্ছে ওই অসুস্থ সদ্য সিজার মহিলাকে। যা নিয়ে শোরগোল ডেবরা জুড়ে। যদিও অঞ্চলের প্রধান পূর্নিমা ভূঁইয়া বলেন, দ্রুত নিকাশি ব্যবস্থা সংস্কার করার ব্যবস্থা করা হবে। হাসপাতালে ভর্তি না হয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন ওই মহিলা। স্বামী প্রসেনজিৎ নায়েক বলেন, ১৭ তারিখে সন্তান প্রসবের পর বাড়িতে ছিল। বৃষ্টির জন্য বাবার বাড়ি যেতে পারছিল না। আজ প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিজার রুগীকে টায়ারের উপরের চাপিয়ে হাসপাতালের পথে পরিবার, ডেবরায় হাড়হিম করা ঘটনা! Read More »

তিলোত্তমার পরিবারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা হওয়ার কি কোনো সম্ভাবনা আছে?

এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। শনিবার অনেক রাতে তিনি কলকাতায় পা রাখেন। আর আজ, রবিবার রাতের বিমানে ফিরবেন দিল্লি। আজ সারাদিন তাঁর বেশ কয়েকটা অনুষ্ঠান আছে। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে যে তিলোত্তমার পরিবারের সঙ্গে কি তাঁর দেখা হওয়ার কোনো সম্ভাবনা আছে? সাক্ষাৎ প্রসঙ্গে জল্পনা উস্কে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বলেন, “আমি ঠিক জানি না দেখা করবেন কিনা। আবেদন করেছেন ওনারা। এবার দেখা করার বিষয়টা এখনকার নেতৃত্ব ঠিক করবেন।” তারই মধ্যে সুযোগ পেয়ে দিলীপ ঘোষ নিজের মেজাজেই এক হাত নেন রাজ্য সরকারকে। তিনি বলেন, আর জি কর কান্ড প্রমাণ করেছে রাজ্য সরকারের উপর কোনো আস্থা নেই মানুষের। সেই কারণেই তারা কেন্দ্রের সাহায্য চাইছেন, CBI চাইছেন। “তারমানে এখানের রাজ্য সরকারের উপর আর কোনও ভরসাই নেই। পুলিশ-প্রশাসনের উপর ভরসা উঠে গিয়েছে। এটা চিন্তার বিষয়।” তিলোত্তমার পরিবারের সঙ্গে অমিত শাহের দেখা হচ্ছে কিনা সে বিষয়ে এখনই কোনও পাকা খবর নেই। এখনও তাঁদের বাড়িতে কোনও চিঠি আসেনি বলে জানিয়েছেন তিলোত্তমার বাবা। সে কারণেই তাঁরা সাক্ষাৎ নিয়ে এখনও নিশ্চিত হতে পারেননি।

তিলোত্তমার পরিবারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? Read More »

দানার দাপটে দক্ষিণ ২৪ পরগনার চাষীরা মহা সংকটে, কৃষকদের পাশেই কৃষিবিজ্ঞানী

বৃষ্টি পরবর্তী সময়ে সবজি ক্ষেতের পরিচর্যা। ইতিমধ্যে ঘূর্ণিঝড় দানার দাপটে ঝড়ের পাশাপাশি প্রবল বৃষ্টিতে চরম সমস্যায় পড়েছেন কৃষকরা। কোথাও সবজি ক্ষেতে জল আবার কোথাও সবজি গাছ নুইয়ে পড়েছে। এর ফলে পচন ধরতে পারে সবজিতেও। সেজন্য ঝড় ও বৃষ্টির পর সবজি ক্ষেতের পরিচর্যা খুবই জরুর। কারণ জমিতে অতিরিক্ত জল জমলে শিকড়ের ক্ষতি হতে পারে এবং শিকড় পচার ঝুঁকি বাড়ে। আর্দ্র পরিবেশে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণও বৃদ্ধি পায়, যা গাছের ক্ষতি করে। সঠিক যত্ন না নিলে ফসলের উৎপাদন কমে যেতে পারে। তাই এ সময়ে উৎপাদন বাড়াতে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবিষয়ে বিশেষ পরামর্শ দিলেন নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী। প্রথমেই বৃষ্টির পর জমিতে জল জমে থাকলে তা দ্রুত সরিয়ে ফেলুন এবং শিকড়ের আশেপাশে ভিজে মাটি আলগা করে দিন। এরপর হেলে পড়া সবজির চারা বা গাছ সোজা করে দিন এবং গাছের নীচের দিকের পাতা ও অপ্রয়োজনীয় ডাল ছাঁটাই করে ফেলুন।বৃষ্টির পর মাটির পুষ্টি কমে যেতে পারে, তাই জমিতে সঠিক পরিমাণে জৈব বা রাসায়নিক সার প্রয়োগ করুন। বেগুন, লংকা, টমেটোতে ঢলে পড়া রোগ প্রতিরোধে কপার হাইড্রোক্সাইড গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করুন। জল জমে থাকায় এসময় শসা, বাঁধাকপি, ফুলকপি, করলা, পেঁপে, মিষ্টিকুমড়ো , তরমুজ ও লাউয়ের গোড়া পচা রোগ দেখা দিতে পারে,তাই আগাম বায়োডার্মা পাউডার ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। বৃষ্টির পর অতিরিক্ত স্যাঁতসেঁতে পরিবেশে ফাঙ্গাস দ্রুত ছড়িয়ে পড়ে। তাই এসময় সবজির জমিতে জমে থাকা জল বের করে দিয়ে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করুন।

দানার দাপটে দক্ষিণ ২৪ পরগনার চাষীরা মহা সংকটে, কৃষকদের পাশেই কৃষিবিজ্ঞানী Read More »

বাংলায় স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা হতে পারে – দাবি সিবি আইয়ের

এ একেবারে ‘কেঁচো খুঁড়তে সাপ’। শুরু হয়েছিল সন্দীপ ঘোষকে দিয়ে আর জি কর হসপিটালের দুর্নীতির তদন্ত। আর সেই প্রসঙ্গেই চলে আসলো সারা বাংলার স্বাস্থ্য ক্ষেত্রের দুর্নীতি। আর আরজি করের দুর্নীতির তদন্ত করতে করতে অন্য সব মেডিক্যাল কলেজেও দুর্নীতির সুতো ঝুলতে দেখে সিবিআই। সিবিআই সূত্রে দাবি করা হয়েছে, বাংলায় স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা হতে পারে। দাবি করা হয়েছে, আরজি কর কাণ্ডের তদন্ত সংক্রান্ত শেষ যে স্টেটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা করা হয়েছে, সেখানে বাংলার স্বাস্থ্য ক্ষেত্রে বৃহত্তর দুর্নীতির উল্লেখ রয়েছে। একথা অস্বীকার করার উপায় নেই গত ১০/১২ বছরে শিক্ষা, খাদ্য, পৌরসভা, বনদপ্তর থেকে শুরু করে সর্বত্র দুর্নীতির পাহাড়। এবার স্বাস্থ্য দপ্তরের পাহাড়ের আরও এক দুর্নীতির খোঁজ পেয়েছে সিবিআই। এই দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছিলেন সন্দীপ ঘোষ। চার্জশিট পেশ করা হবে বলে সম্প্রতি আদালতে জানিয়েছে সিবিআই। এই মামলায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল ছাত্র নেতা তথা চিকিৎসক আশিস পাণ্ডেও। সিবিআইয়ের দাবি, আরজি কর ছাড়াও অন্যত্র দুর্নীতির জাল ছড়িয়ে দেওয়ার নেপথ্যে রয়েছেন সন্দীপ ঘোষ এবং আশিস পাণ্ডে। এদিকে আরজি কর দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছে ব্যবসায়ী সুমন হাজরা এবং বিপ্লব সিংহ। দাবি করা হচ্ছে, ২০১৪ সালে রাজ্য সরকারের নীতি বদলের জেরে হাসপাতালগুলিতে ওষুধ সরবরাহের ক্ষেত্রে পরিবর্তন এসেছিল। এই ক্ষেত্রে স্বাস্থ্য ভবনের সরাসরি নিয়ন্ত্রণ কমে গিয়েছিল। এই আবহে রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি হাসপাতালেই দুর্নীতি চক্র গড়ে উঠেছে।

বাংলায় স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা হতে পারে – দাবি সিবি আইয়ের Read More »

জল যন্ত্রণায় নাজেহাল বেলঘরিয়াবাসী

বৃষ্টি থেমে গিয়েছে দীর্ঘক্ষণ। এখনো জলমগ্ন নন্দন নগর এলাকা। এই ভাবে বছরের পর বছর জল যন্ত্রনার শিকার হতে হয় কামারহাটি পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘরিয়া নন্দন নগর এলাকায়। একটু বৃষ্টি হোক কিংবা তুমুল বৃষ্টি। বৃষ্টির জেরে জল জমে গোটা রাস্তাঘাট জুড়ে এমনই অবস্থা হয়। যার ফলে ডেঙ্গু সংক্রমণের আশঙ্কা করছেন এলাকার মানুষেরা। ডানার দাপটে কলকাতা সহ কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা জলমগ্ন। কোথাও বৃষ্টি থামতেই কিছুক্ষণের ব্যবধানে জল সরে গিয়েছে রাস্তা থেকে। আবার কোথাও জলের স্তর আস্তেআস্তে কমছে। কিন্তু এখানকার চিত্র একেবারে আলাদা। ঘর থেকে বেরোলেই হাঁটু সমান জল। তার উপর কারোর ঘরে জমা জলের সাথে সাপ, ব্যাঙ পোকামাকড় ঢুকে যাচ্ছে। এমনই দুর্বিষহ পরিস্থিতির মাঝে দিন কাটাতে হয় ওয়ার্ডের বাসিন্দাদের। এলাকায় সাংসদ তহবিলের টাকায় জলের পাম্প বসানো হলেও হয় না কোনো সুরাহা। সঠিক জল নিকাশি ব্যবস্থার অভাব রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। আর তার জেরেই একই চিত্র বছরের পর বছর ধরে। আর এই বিষয়ে কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা জানান, জল জমছে। পাম্প বসানো আছে। সবই ঠিক। কিন্তু যতক্ষন না পর্যন্ত এই সমস্ত জমা জল যেতে পারছে বাগজোড়া খালে ততক্ষণ এই রকম থাকবে। এতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। জমা জল একটা জল নিকাশি ব্যবস্থা যেখানে আছে সেখানে যাবে। সেখানেও তো জল জমে । তার ফলে জমা জলটা পাস করতে পারছে না। তবে আমরা চেষ্টায় আছি। আশা করি দ্রুত সমস্যাটা মিটে যাবে।

জল যন্ত্রণায় নাজেহাল বেলঘরিয়াবাসী Read More »