প্রবাসের পুজো-বাঁকুড়ার টেরাকোটা এবার আমেরিকায়প্রবাসের পুজো-
এক টুকরো বাঁকুড়া-বিষ্ণুপুরের ছবি যেন উঠে আসলো আমেরিকার ‘সংস্কৃতি’ মঞ্চে। আমেরিকায় বেশ কয়েকটি ভালো পুজো হয়। সমস্ত পুজোর আয়োজক প্রবাসী বাঙালিরা। এবার ওদেশের ‘সংস্কৃরি’ মঞ্চের উদ্যোগে অসাধারণ একটা আয়োজন করা হয়েছে। এই বছর ‘সংস্কৃতি’র পুজোর ২৬ বছর। এ বছরের থিম বাঁকুড়া বিষ্ণুপুরের টেরাকোটার কাজ। এর উপরেই পুরো প্যান্ডেলটি সাজানো হয়েছে। পুজোর প্রস্তুতি চলেছে বাংলার যেকোনো বড়ো পুজো কমিটির মতো দীর্ঘদিন ধরে। সংস্কৃরি মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে,প্রায় ৪০জন স্বেচ্ছাসেবী ২০০০ ঘন্টার উপর সময় ব্যয় করে তিন মাস ধরে কাজ করে এইরকম একটি থিম পুজো উপস্থাপনা করছে। ১৮ ফুট লম্বা ও ৬০ ফিট চওড়া ফ্রেমের উপর তুলে ধরা হচ্ছে এক টুকরো বাংলাকে। সম্পূর্ণভাবে জৈবিক জিনিস দিয়ে সাজসজ্জাগুলি তৈরি। এ ছাড়াও আছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ভারতবর্ষের সব জায়গার খাবারের দোকান, পুজোর কেনাকাটা করবার জন্য ৩০টিরও উপর বিভিন্ন দোকান। আর জি কর ঘটনার প্রতি সহমর্মিতা জানিয়ে থাকছে ‘স্ট্রিট প্লে’ এবং একটি ‘ওয়াল ডিসপ্লে’, থাকছে বই পাঠের আসরও। ধুনুচি নাচ ঢাক কাসর পুরোহিতের মন্ত্র সব মিলিয়ে একটি মন ভাল করার পরিবেশ তৈরি হচ্ছে এই সংস্কৃতির প্রাঙ্গণে। এবছর তাদের প্রধান আকর্ষণ,বাংলার প্রসিদ্ধ ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’।
প্রবাসের পুজো-বাঁকুড়ার টেরাকোটা এবার আমেরিকায়প্রবাসের পুজো- Read More »