October 4, 2024

বাগুইআটি নির্ভিক সংঘের এ বছরের থিম – ‘স্বপ্নকৃতি’

বাগুইআটি নির্ভিক সংঘের পুজো এ বছর ৫৪ তম বর্ষে পা দিয়েছে। গত ৪/৫ বছর ধরে তারা থিম পুজোর দিকে ঝুঁকেছেন। পুজো কমিটির পক্ষ থেকে কৌশিক ব্যানার্জী ও তন্ময় রায় বলেন, তাদের পুজোতে প্রতি বছর কিছু না কিছু অভিনব ব্যবস্থা থাকে। তাই মানুষ তাদের পুজো মন্ডপে আসেন। এ বছরও তারা আশা করেন অনেক মানুষের ভিড় হবে। তাঁরা বলেন, সাবেকিয়ানার পুজোই হোক আর থিম পুজোই হোক, আসল কথা ‘মা দুর্গা’! মায়ের আবেগই শেষ কথা। তারা জানান, এবছর রাজ্যের পরিস্থিতি একটু অন্যরকম। তাই তারা সকলের কাছে শান্তির বার্তা দিতে চান। থিম শিল্পী বলেন, স্বপ্নিল চক্রবর্তীর একটা কবিতা থেকেই তারা নিয়েছেন তাদের এ বছরের থিম – ‘স্বপ্নকৃতি’। তিনি ব্যাখ্যা করো বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই থাকে প্রেম, ভালোবাসা। কোনো প্রেম টিকে যায় আবার কোনো প্রেম ভেঙে যায়। কিন্তু প্রেমটা চিরন্তন। সেই প্রেমের বার্তায় তারা এখানে দিতে চেয়েছি। তিনি বলেন, প্রেমের তিনটি ধাপ – প্রেম শুরু, প্রেম চলা ও শেষে হয় প্রেম স্থায়ী হওয়া বা ভাঙে যাওয়া। থিম শিল্পী বলেন, এই তিনটে ধাপকেই তারা প্রতিমা ও মন্ডপ সজ্জার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন। প্রতিমার মধ্যেই সেই আভাস তারা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি আশাবাদী যে তাদের পুজো মানুষের মন জয় করবে।

বাগুইআটি নির্ভিক সংঘের এ বছরের থিম – ‘স্বপ্নকৃতি’ Read More »

সুবর্ণরেখা নদী পারাপারের সময় জলে ডুবে মৃত্যু হস্তি শাবকের

সুবর্ণরেখা নদী পারাপারের সময় জলে ডুবে মৃত্যু হস্তি শাবকের। হাতি মৃত্যু ঘটনায় চঞ্চল্য ছড়াল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের বেলিয়াবেড়া থানার মহাপাল এলাকার সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকায়। জানা গিয়েছে, ভোররাতে একটি হাতির দল ঝাড়গ্রামে নয়াগ্রামের দিক থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের মহাপালের দিকে আসছিল, আর সেই সময় নদী পেরোতে গিয়েই ওই দল হাতির সাথে থাকা একটি হস্তি শাবক (হাতির বাচ্চা) না পার হতে পেরে জলে ডুবে মৃত্যু হয়। স্থানীয়রা জানাচ্ছেন, গত কয়েকদিনের বৃষ্টিতে এমনিতেই নদীর জল বেড়ে ছিল আর এর ফলে নদী পেরোতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়। দুপুর বেলায় স্থানীয়রা হস্তি শাবক টিকে দেখতে পান। খবর দেওয়া হয় বনদপ্তর কে। ঘটনাস্থলে বনদপ্তর এসে উদ্ধার করে বাচ্চা হাতিটিকে।

সুবর্ণরেখা নদী পারাপারের সময় জলে ডুবে মৃত্যু হস্তি শাবকের Read More »

গ্রামসভা থেকে বের করে এনে মারধর বিজেপির জনপ্রতিনিধিদের!

গ্রামসভা থেকে বের করে এনে মারধর বিজেপির জনপ্রতিনিধিদের। আহত বেশ কয়েকজন জন প্রতিনিধি। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাটি মহিষাদল ব্লকের বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতর। জন প্রতিনিধিদের নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবীতে মহিষাদল ব্লকে অবস্থান বিক্ষোভ বিজেপির জন প্রতিনিধিদের। ২ অক্টোবর বিজেপি পরিচালিত বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা ছিলো। অভিযোগ তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা গ্রাম পঞ্চায়েতে সচিবের রুম থেকে বিজেপির জন প্রতিনিধিদের মারতে মারতে বাইরে বের করে নিয়ে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহতে হয়েছে,তাদের কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার মহিষাদল ব্লকে অবস্থান বিক্ষোভ করে এবং বি ডি ও কে লিখিত অভিযোগ জানায় বিজেপির জন প্রতিনিধিরা। তাদের বক্তব্য, আমরা মানুষের ভোটে জিতে এসেছি। আমরা সুষ্ঠুভাবে পঞ্চায়েত চালাতে চাই। শাসকদলের লোকেরা আমাদের মারধর করেছে, আমাদের নিরাপত্তা নেই। নিরাপত্তার অভাব বোধ করছি আমরা। মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের শিউলি দাস জানান,বিষয়টি আমার জানা নেই, তবে ব্লকে এসে বিজেপির জন প্রতিনিধিরা বিক্ষোভ দেখাচ্ছে। তাছাড়া ওটা গ্রাম পঞ্চায়েতের বিষয়। মহিষাদল ব্লকের বি ডি ও বরুনাশীষ সরকার বলেন, ঘটনা শুনেছি তবে সেভাবে বেশ কেউ আহত হয়নি। ওনারা অভিযোগ করেছেন, পুলিশ বিষয়টি ক্ষতিয়ে দেখছে।

গ্রামসভা থেকে বের করে এনে মারধর বিজেপির জনপ্রতিনিধিদের! Read More »

বন্ধ হয়ে গেল 112 ফুট উচ্চতার বড় দুর্গা পূজা

বন্ধ হয়ে গেল 112 ফুট উচ্চতার বড় দুর্গা পূজা। কামালপুর গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রামের মানুষ এ বছর বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তারা তুলে ধরবেন বলে ঠিক করেছিলেন। তাদের দাবি এই পূজা করতে গিয়ে প্রশাসনের অসহযোগিতার কারণে কামালপুর অভিযান সংঘ এবছর তাদের দুর্গাপূজা বন্ধ করে দিলেন। তারা ভেবেছিলেন আদালতে গিয়ে হয়তো মিলবে সুরাহা,কিন্তু বারবার আদালতের তারিখ নির্ধারিত হওয়ায় প্রচুর অর্থ তাদের খরচ হচ্ছে যা গ্রামবাসীদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই তারা সিদ্ধান্ত নেন তাদের এলাকায় দুর্গা পুজো বন্ধ করবেন।

বন্ধ হয়ে গেল 112 ফুট উচ্চতার বড় দুর্গা পূজা Read More »

অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা

ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা।বোমার আঘাতে আহত প্রাক্তন সংসদ অর্জুন সিং। শুক্রবার সকালে অর্জুন সিং নিজের বাসভবন এর সামনে দাঁড়িয়েছিলেন।সেই মুহূর্তে হঠাৎই তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ও বোম চালায় স্থানীয় তৃণমূল নেতা নমিত সিং ও তার দলবল বলে অভিযোগ।

অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা Read More »

নিখোঁজ স্কুল পড়ুয়াকে উদ্ধার করলো ঝাড়গ্রাম থানার পুলিশ!

কয়েক ঘণ্টার মধ্যে নিখোঁজ স্কুল পড়ুয়াকে উদ্ধার করলো ঝাড়গ্রাম থানার পুলিশ! যুগের পরিবর্তনের সাথে সাথে পড়াশুনারও কিছুটা পরিবর্তন ঘটেছে। পড়াশোনায় মন বসছে না পড়ুয়াদের, গতকাল পড়াশুনো নিয়ে বাড়িতে মা বকাবকি করায় সাঁকরাইলের কুলটিগরী থেকে নিখোঁজ স্কুল পড়ুয়া, বাড়ির লোকজন না খুঁজে পেয়ে সাঁকরাইল থানায় নিখোঁজ অভিযোগ জানায়। ততক্ষণে অভিমান করে সাইকেল নিয়ে বেরিয়ে আসা স্কুল পড়ুয়া ৩৫ কিলোমিটার সাইকেল চালিয়ে উপস্থিত হয় ঝাড়গ্রাম শহরের বিভিন্ন দোকান চত্বরে কাজের সন্ধানে ঘোরাঘুরি করতে থাকে, তখনই ঝাড়গ্রাম থানার পুলিশের চোখে পড়ে নাবালক কে। সেখান থেকে ঝাড়গ্রাম থানার পুলিশ নাবালককে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করলে পুরো সত্যতা ও পরিচয় জানতে পারেন ঝাড়গ্রাম থানার পুলিশ। পরিবার সূত্রে জানা যায় ঐ স্কুল পড়ুয়া পুলিশকে জানিয়েছে পড়াশুনোর খুব চাপ। মা শুধু পড়াশোনা করতে বলে, ঠিকঠাক খেলাধুলো করতে পারিনা। যার কারণে আমি বাড়ি থেকে ঝাড়গাম চলে এসেছিলাম, যুবকের দাবি পড়াশুনার সাথে সাথে খেলাধুলো করতে দিতে হবে তাকে তাহলেই সে বাড়ি ফিরে যাবে। শেষমেষ ঝাড়গ্রাম থানার পুলিশ স্কুল পড়ুয়ার মা-বাবাকে ঝাড়গ্রাম থানা থেকে খবর দেন, মা বাবা থানায় এলে যুবককে পরিবারের হাতে তুলে দেন এবং যুবকের দাবি মা-বাবার কাছে তুলে ধরেন ঝাড়গ্রাম থানার পুলিশ। পরিবারের লোকজন ছেলেকে সুস্থ স্বাভাবিক অবস্থায় কাছে পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।

নিখোঁজ স্কুল পড়ুয়াকে উদ্ধার করলো ঝাড়গ্রাম থানার পুলিশ! Read More »

ট্যাংড়ার কামার ডাঙার পুজোর এবছরের থিম – ‘মধু মহল’

কামার ডাঙার পুজো এ বছর ১০৫ তম বর্ষের পুজো। কলকাতার প্রাচীনতম পুজোগুলোর মধ্যে এই কামার ডাঙার পুজো অন্যতম। তৃণমূল কংগ্রেসের নেতা স্বপন সমাদ্দার বলেন, বাঙালির অন্যতম উৎসব এই শারদ উৎসব। সবাই মিলে কয়েক দিনের জন্য মায়ের আরাধনায় মেতে উঠবো আমরা সবাই। তিনি জানেন তাদের এ বছরের পুজোর থিম মধু মহল। আপনারা সবাই আসুন, পুজো মন্ডপে আপনারা মৌমাছি ও ভ্রমরের গুঞ্জন শুনতে পাবেন। এই প্রসঙ্গেই তিনি বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তাই সবাই আসুন। উৎসবে অংশ নিন। আনন্দ করুন। তিনি বলেন, ‘আমাদের পাশে যে অশুভ শক্তি ঘুরে বেড়াচ্ছে তার ধ্বংস হোক ও শুভ শক্তির বিকাশ ঘটুক।’ তিনি সকলকে তাদের মন্ডপে যাওয়ার জন্য আমন্ত্রণ করেন।

ট্যাংড়ার কামার ডাঙার পুজোর এবছরের থিম – ‘মধু মহল’ Read More »

রাশিফল — 4 October

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। মেষ আজকের দিনটি একটি বিশেষ দিন যেহেতু ভালো স্বাস্হ্য আপনাকে লক্ষ্যণীয় কিছু করতে সক্ষম করবে। আজ, আপনি অর্থ-সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে পারেন, এবং পরামর্শের জন্য আপনার পিতাকে বা পিতার মতো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারেন। বাচ্চাদের ঘরের কাজ শেষ করানোর জন্য তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সময়। গোপন সম্পর্ক আপনার সুনাম বিনষ্ট করতে পারে। মানুষ আপনার প্রচেষ্টার জন্য কর্মক্ষেত্রে আপনাকে চিনতে পারবে। বৃষভ উৎফুল্ল থাকুন যেহেতু পরে ভালো সময় আসছে এবং আপনার মধ্যে বাড়তি উদ্যমও থাকবে। আজ আপনার উচিত জমি, ভূসম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির উপরে নজর কেন্দ্রীভূত করা। এমন একটি দিন যেখানে অন্য ব্যক্তিদের উপদেশগুলি শোনা এবং তার উপর কাজ করা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। উৎসাহময় দিন, য়েহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে পুরস্কার/উপহার পাবেন। আরো ভালো পেশার সম্ভাবনায় গৃহীত সফর বাস্তবায়িত হতে পারে। মিথুন কোন আধ্যাত্মিক ব্যক্তি আশীর্বাদ করবেন এবং মানসিক শান্তি আনবেন। নিজের জন্য অর্থ সাশ্রয়ের আপনার ধারণাটি আজ সম্পন্ন হতে পারে। আজ আপনি যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হবেন। বাড়িতে মানুষের সঙ্গে আপনি উত্তেজনাপূর্ণ এবং ভিন্ন কিছু করতে পারেন। আপনি বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রি়য়জনকে ভুলে যাবেন। যে কোন অংশীদারিত্বে দায়বদ্ধ হওয়ার আগে আপনার অভ্যন্তরের অনুভূতিগুলি কি বলছে তা শুনুন। কর্কট আপনার স্ত্রীর মনোরম মেজাজ আপনার দিনকে উজ্জ্বল করে তুলতে পারে। যদি আপনি আপনার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করুন, যেহেতু আপনার অর্থের ক্ষতি হতে পারে। যদি আপনার মনের উপর কোন চাপ থেকে থাকে- তাহলে আপনার আত্মীয় বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে কথা বলুন-কারণ তারা আপনার মাথা থেকে ভার সরিয়ে দেবে। কাজ চাপ আপনার মন দখল করে থাকায় আপনার প্রি়য়জন আপনাকে হঠাৎই অপরিমেয় রোমান্টিক আনন্দ দেবে। সিংহ আপনার সমস্যা নিয়ে চিন্তাভাবনা করার অভ্যাস এবং তাদের অতিরঞ্জিত করে দেখার ফলে আপনার নীতিবোধ দুর্বল হতে পারে। নিযুক্ত যারা নিযুক্ত তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন, কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না। বন্ধুরা সন্ধ্যেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে। প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে। আপনার রিস্যুম পাঠানো বা ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে ভালো দিন। কন্যা অত্যিক উত্তেজনা এবং বিস্ফোরক নেশা আপনার স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে। এটি এড়াতে আপনার আবেগগুলিকে নিয়ন্ত্রণ করুন। আপনি যদি কোনও ঋণ গ্রহীতাকে দীর্ঘদিন থেকে আপনার অর্থ ফেরত দিতে বলছিলেন, এবং তিনি তা এড়াচ্ছিলেন, তবে আজ আপনার ভাগ্যবান দিন, কারণ তিনি আপনার অর্থ অপ্রত্যাশিতভাবে ফেরত দিতে পারেন। কারোর জন্য- পরিবারে নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মূহুর্ত বয়ে আনবে। তুলা অস্বস্তি আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে কিন্তু আপনার কোনো বন্ধু এর থেকে বেরনোর জন্য আপনাকে অসম্ভব সাহায্য করবে। দুশ্চিন্তা কাটাতে ভালো গানবাজনা শুনুন। আপনি যদি বাড়ি থেকে দূরে থেকে কাজ করে বা পড়াশোনা করেন তবে আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকদের থেকে দূরে থাকতে শিখুন। বিবাহযোগ্যদের জন্য বৈবাহিক বন্ধন। বৃশ্চিক আশাবাদী হোন এবং উজ্জ্বল দিকটি দেখুন। আপনার প্রত্যয়ী প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্খা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে। আপনি অতীতে যেমন অনেক ব্যয় করেছেন, আপনার বর্তমান সময়ে আপনাকে পরিণতির মুখোমুখি হতে হতে পারে। ফলস্বরূপ, আপনার অর্থের খুব প্রয়োজন হবে তবে কোনও লাভ হয়নি। এই মূহূর্তে বাচ্চা আর পরিবার আপনার প্রধান লক্ষ্য। ধনু আজ ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্যও দিনটি ভালো। বিশেষ জাত আছে এমন যে কোন কিছুতে আর্থিক জোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরী থাকবেন। বয়স্ক ব্যক্তি এবং পরিবারের লোকজন ভালোবাসা আর যত্ন প্রদান করে। আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন। কর্মক্ষেত্রে কারুর সাথে মন লাগাবেন না,নাহলে আপনার বদনামী হতে পারে। মকর অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন। অর্থ-সংক্রান্ত সমস্যার কারণে আজ আপনি উদ্বিগ্ন থাকতে পারেন। এই জন্য, আপনি আপনার বিশ্বস্ত বিশ্বাসী পরামর্শ করা উচিত। বাচ্চারা কিছু শিহরণ জাগানো খবরও আনতে পারে। ভালোবাসার অন্যায় দাবীর কাছে মাথা নোয়াবেন না। ভালবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে। কুম্ভ সামঞ্জস্যপূর্ণ ব্যাক্তিত্ব তৈরী করুন যাতে ঘৃণা ভাবকে দমন করা যায় কারণ ঘৃণা হলো ভালোবাসার চেয়েও শক্তিশালী আর তাতে শরীরের অসীম ক্ষতি হয়। মনে রাখবেন ভালোর চেয়ে মন্দের প্রভাব বেশী। বাড়িতে কোনও অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনাকে আজ প্রচুর অর্থ ব্যয় করতে হবে। এটি আপনার আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনার জীবন সঙ্গীর অবহেলা সম্পর্কটিকে নষ্ট করতে পারে। আপনার খুশির সোনালী দিনগুলি ফিরে পেতে আপনার মূল্যবান সময় কাটান এবং মিষ্টি স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন। মীন স্বাস্হ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তির কারণ হতে পারে। আপনি আজ আপনার অর্থ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন। তবে আপনাকে এটি নিয়ে চিন্তা করার দরকার নেই, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসবে। অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরষ্কৃত করবে। আপনি আপনার প্রি়য়জনকে অতীতের ঔদাসীন্যের জন্য ক্ষমা করে আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন।

রাশিফল — 4 October Read More »