রতন টাটার মৃত্যুর পরে আবার নতুন করে শুরু হয়েছে সিঙ্গুর আন্দোলন। যে অনিচ্ছুক কৃষকদের সামনে রেখে সিঙ্গুর আন্দোলকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কৃষকরাই এখন সবচেয়ে বেশি বঞ্চিত। ইতিমধ্যেই সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের একাংশ তাদের জমি কৃষি উপযোগী করে ফেরত দেওয়ার দাবিতে একটি কমিটি গঠন করেছে। রাজ্য সরকারকে জমির চরিত্র খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। দাবি না মানলে আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন অনিচ্ছুক কৃষকদের একাংশ। সমস্ত কৃষক এখন চাইছেন হয় জমি কৃষির উপযোগী হোক অথবা টাটাকে ফিরিয়ে আনা হোক।
কৃষক সমিতির স্পষ্ট বার্তা, তারা জমি আন্দোলকে নতুন করে শুরু করবে। সেই পরিস্থিতির সুযোগ নিতে চাইছে বিজেপি। শুক্রবার শুভেন্দু এক সভা করে বলেন, তারা সরকারের আসলে হাতে-পায়ে ধরে টাটাকে নিয়ে আসবে। রাজনীতির সঙ্গে সম্পর্ক না রেখেই আন্দোলনকারী কৃষকরা একটা বৃহত্তর আন্দোলনের পথে নামছে বলেই খবর। সিঙ্গুর আন্দোলন যে ভুল ছিল তা স্থানীয় কৃষকরা স্বীকার করলেও তৃণমূল এখনও তা স্বীকার করে না। ফলে ক্ষোভ বাড়ছে কৃষকদের মধ্যে।