এটা ঠিক দুয়ারে সরকারের মতো নয়, বরং একেবারে রাজ্যপালের নিজস্ব মস্তিস্ক প্রসূত একটি প্রকল্প। অন্তত তিনি নিজে তাই বলেছেন। স্পষ্ট করেই জানালেন, “মানুষ নিজের সমস্যার সম্পর্কে আমাকে জানাবেন। সেই কারণেই মানুষের পাশে যাচ্ছি, মানুষের কাছে পৌঁছাচ্ছি। আমি অন্য কারও কোনও প্রকল্পের কপি করছি না।” এক মাস ধরে চলবে রাজ্যপালের এই নয়া কর্মসূচি। দৈনন্দিন জীবনে নানা সমস্যা, সেগুলির মোকাবিলা করে বাংলার বিকাশের লক্ষ্যেই এই নয়া উদ্যোগ বলে রাজভবনের তরফে জানানো হয়েছে।
রাজভবন সূত্রে আরও জানা গেছে, রাজ্যজুড়ে মোট ২৫০টি জায়গা পরিদর্শন করবেন রাজপাল। রাজ্যের বিভিন্ন পিছিয়ে পড়া এলাকায় যাবেন। একইসঙ্গে বিভিন্ন কলেজ এবং স্কুল ক্যাম্পাস পরিদর্শন করবেন। মত বিনিময় করবেন শিক্ষার্থীদের সঙ্গে। এছাড়াও, গভর্নরের গোল্ডেন গ্রুপ, গভর্নরের স্কলারশিপ স্কিম, গভর্নর’স অ্যাওয়ার্ড স্কিম চালু করতে চলেছেন রাজ্যপাল বোস। এর সঙ্গে তিনি করতে চলেছেন মহিলাদের জন্য একটি আত্মরক্ষা মূলক কোর্স, যার নাম দেওয়া হয়েছে -‘অভয়া প্লাস’।