বিষয়টার মধ্যে প্রবেশ করার আগে জানিয়ে রাখা দরকার এই মুহূর্তে চিত্রাভিনেতা অনুপম খেরের রেকর্ড আছে ৫৪০টি ছবি। কিন্তু তাঁর প্রথম ছবি ‘সারাংশ’ একটা ইতিহাস। তা নাহলে সেই যুগে মহেশ ভাটকে কেউ ‘জোচ্চরবলার সাহস পায়।
এবার আসি বিস্তারিত বিষয়ে। সালটা ছিল ১৯৮৪। বছর ২৮-এর এক যুবক একবুক স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিলেন সুদূর মুম্বই। অল্প কিছুদিনের মধ্যেই ভাগ্যের শিকেও ছেঁড়ে তাঁর। মহেশ ভাটের ‘সারাংশ’ ছবি দিয়েই ডেবিউ হয়েছিল তাঁর। অনুপমের কথায়, “ছয় মাস ধরে ওই ছবির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমি। তবে শুটিং শুরুর মাত্র ১০ দিন আগে আচমকাই আমাকে মহেশজি জানান, আমাকে বাদ দেওয়া হয়েছে। বদলে নেওয়া হচ্ছে সঞ্জীব কুমারকে। কারণ হিসেবে জানানো হয়, আমি নাকি নবাগত। আমি পাগলের মতো হয়ে যাই।” কী মনে হল সোজা চলে যাই ভাট সাহেবের কাছে। কাঁদতে কাঁদতে বলতে থাকি, ‘আপনি এই পৃথিবীর সবচেয়ে বড় জোচ্চর। সত্যি নিয়ে সিনেমা বানাচ্ছেন, এ দিকে নিজেই মিথ্যাচার করলেন।’ অভিশাপ দিয়ে চলে আসি। এর কিছুক্ষণ পরেই ভাট সাহেবের ফোন আসে আমার কাছে। উনি বলেন, ‘আমার মনে হয় না, আমি এই ছবি তোমাকে ছাড়া আর কাউকে নিয়ে তৈরি করতে পারব বলে।’ তারপরেই একে একে তিনি হয়ে উঠলেন হিন্দি ছবির এক বিশেষ আইকন।