শারদোৎসবে মেতে উঠেছে সারা পৃথিবী। মহালয়া থেকেই পুজোর ঢাকে কাঠি পরে গেছে। সুদূর কানাডায় ‘ইস্ট কোস্ট বেঙ্গলি সোসাইটি'(ECBS) হালিফ্যাক্স আয়োজন করেছিল আনন্দময়ী শারদোৎসব ২০২৪। তাঁরা রূপে, রঙে, কথায়, ছবিতে ও গানে অসাধারণভাবে তুলে ধরেছেন ‘মহিষাসুরমর্দিনী’। এভাবেই মহালয়াকে উদযাপন করেছে ওই বাঙালি প্রতিষ্ঠান। এই সোসাইটির প্রতিষ্ঠা ২০২২ সালে। মাত্র ২ বছরের মধ্যে বাঙালির আবেগ ‘মহিষাসুরমর্দিনী’কে তাঁরা অসাধারণভাবে সকলের সামনে উপস্থিত করেছেন।