মানুষের ঢল নেমেছে আত্রেয়ী নদীর উপর নব নির্মিত নতুন ড্যাম দেখার জন্য। দক্ষিণ দিনাজপুর জেলার নয়নের মনি এখন ওই ড্যাম। যেখানে সপ্তাহের প্রতিদিনই কয়েক হাজার মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষত ছুটির দিন গুলিতে অন্যান্য দিনের তুলনায় ভিড় ব্যাপক হয়ে থাকে। প্রচণ্ড রোদের তাপ উপেক্ষা করে কয়েক হাজার নারী-পুরুষ-সহ বিভিন্ন বয়সের লোকজন ছুটে আসেন আত্রেয়ীর ড্যামে প্রিয় জনকে নিয়ে। কাউকে দেখা গিয়েছে প্রিয় মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ছবি তুলতে ব্যস্ত। ড্যামকে এমনভাবে সাজানো হয়েছে যে নব প্রজন্মের কাছে তা খুবই প্রিয়।
একদিন বা দুদিন ছুটি পেলে স্বচ্ছন্দে ঘুরে আসতে পারেন ওই ড্যাম দেখতে। বালুরঘাটবাসীর উইকএন্ড ডেস্টিনেশন গুলির মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে আত্রেয়ীর ড্যাম। পড়ন্ত বিকেল হলেই ভিড় জমান এখানে৷ রাজ্য সরকারের পর্যটন দফতরের উদ্যোগে রাজ্যের বিভিন্ন পর্যটনস্থলগুলিকে সাজানো হচ্ছে।সেই মতন সেজে উঠবে আত্রেয়ী নদীর ড্যাম সংলগ্ন বাঁধ এলাকা। নদী তীরের নয়নাভিরাম পরিবেশ আর মানুষের মিলন মেলার আদলে দেখা মিলেছে। আত্রেয়ী নদী ড্যামের সৌন্দর্যের পাশাপাশি দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে আত্রেয়ীর স্বচ্ছ জলরাশি। ইট-পাথরের নগরজীবন থেকে মুক্ত পরিবেশে আত্রেয়ী নদীর পাড় হাজারও দর্শনার্থীর মিলনমেলায় রূপ নিয়েছে।এক দারুন অভিজ্ঞতা নিয়ে ফিরবেন আপনি – যদি আপনি ওখানে যান।