ভ্রমণ-বালুরঘাটের আত্রেয়ী নদীর উপর ‘নতুন ড্যাম’ হোক এবারের ভ্রমণ ডেস্টিনেশন

  মানুষের ঢল নেমেছে আত্রেয়ী নদীর উপর নব নির্মিত নতুন ড্যাম দেখার জন্য। দক্ষিণ দিনাজপুর জেলার নয়নের মনি এখন ওই ড্যাম। যেখানে সপ্তাহের প্রতিদিনই কয়েক হাজার মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষত ছুটির দিন গুলিতে অন্যান্য দিনের তুলনায় ভিড় ব্যাপক হয়ে থাকে। প্রচণ্ড রোদের তাপ উপেক্ষা করে কয়েক হাজার নারী-পুরুষ-সহ বিভিন্ন বয়সের লোকজন ছুটে আসেন আত্রেয়ীর ড্যামে প্রিয় জনকে নিয়ে। কাউকে দেখা গিয়েছে প্রিয় মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ছবি তুলতে ব্যস্ত। ড্যামকে এমনভাবে সাজানো হয়েছে যে নব প্রজন্মের কাছে তা খুবই প্রিয়। 

  একদিন বা দুদিন ছুটি পেলে স্বচ্ছন্দে ঘুরে আসতে পারেন ওই ড্যাম দেখতে। বালুরঘাটবাসীর উইকএন্ড ডেস্টিনেশন গুলির মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে আত্রেয়ীর ড্যাম। পড়ন্ত বিকেল হলেই ভিড় জমান এখানে৷ রাজ্য সরকারের পর্যটন দফতরের উদ্যোগে রাজ্যের বিভিন্ন পর্যটনস্থলগুলিকে সাজানো হচ্ছে।সেই মতন সেজে উঠবে আত্রেয়ী নদীর ড্যাম সংলগ্ন বাঁধ এলাকা। নদী তীরের নয়নাভিরাম পরিবেশ আর মানুষের মিলন মেলার আদলে দেখা মিলেছে। আত্রেয়ী নদী ড্যামের সৌন্দর্যের পাশাপাশি দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে আত্রেয়ীর স্বচ্ছ জলরাশি। ইট-পাথরের নগরজীবন থেকে মুক্ত পরিবেশে আত্রেয়ী নদীর পাড় হাজারও দর্শনার্থীর মিলনমেলায় রূপ নিয়েছে।এক দারুন অভিজ্ঞতা নিয়ে ফিরবেন আপনি – যদি আপনি ওখানে যান।

Comment

Your email address will not be published. Required fields are marked *

Popular News

Latest News

চন্দ্রচূর অধ্যায় শেষ করে দেশে শুরু হয়ে গেলো খান্না অধ্যায়। আজ সকাল ১০টায় রাষ্ট্রপতি ভবনে ৫১তম প্রধান বিচাপতি হিসাবে শপথ নিলেন সঞ্জীব …

আজ উপনির্বাচনের প্রচার শেষ। মধ্যে মাত্র একটা দিন। তারপরেই বাংলায় ৬টি কেন্দ্রে উপনির্বাচন। তৃণমূলের আশঙ্কা এই নির্বাচনে বিরোধীরা বিশেষ করে বিজেপি তাদের …

  আমরা জানি বিশ্বে সবচেয়ে দীর্ঘায়ু জাপানিরা। পরিসংখ্যান বলছে,জাপানের মহিলাদের গড় আয়ু ৮৭.৪৫ বছর। আর পুরুষের গড় আয়ু হল ৮০.৫। আর সেই …

সম্প্রতি উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠায় মুখ্যমন্ত্রী ঝটিকা সফরে উত্তরবঙ্গে গিয়েগিলেন। তারপরে ঠিক নির্বাচনের দুদিন আগে আজ রাতে মুখ্যমন্ত্রী আবার যাচ্ছেন …