Travonews.in

ভ্রমণ – কালিংপংএর নির্জন অফবিট গ্রাম – ‘রিকিসুম’

পাহাড় প্রেমীদের স্বাদ পূরণের জন্য আমরা আজ এক সুন্দর অভিনব পাহাড়ী গ্রামের কথা বলছি। রঙিন ফুলের মেলা আর পাইনে ঘেরা ছোট্ট পাহাড়ি জনপদ রিকিসুম। যেমন মিষ্টি নাম, তেমনই মিষ্টি এই জায়গা। রিকিসুমকে অনেকেই ফুলের দেশ বলে ডাকেন। এখানে দেখতে পাবেন রোডোডেনড্রন আর ম্যাগনালিয়া ফুল থোকায় থোকায় ফুটে রয়েছে, অপূর্ব সেই রূপ। আর আছে চারিদিকে সবুজের সমারোহ,পাহাড়ি নদী ,অজস্র পাখি। আসলে পাহাড়ের রূপ প্রতিটি ঋতুতেই এক এক রকম। প্রায় ৬,৩০০ ফুট উচ্চতায় এই নিঝুমপুরে হিমেল হাওয়া আর মেঘেদের আনাগোনা লেগে থাকে। রিকিসুমে দাঁড়িয়ে ভুটান, তিব্বত, সিকিম, দার্জিলিং এবং নেপালের হিমালয়ের নামী-অনামী শৃঙ্গের প্যানোরমিক ভিউ দেখা যায়। মন ভোলানো সেই দৃশ্য আপনার চিরকাল মনে থাকবে। এমন জায়গা থেকে সূর্যোদয়ের দৃশ্য চিরস্মরণীয় হয়ে থাকার মতোই। আর হিমালয়ের পাখিদের যাতায়াত তো লেগেই রয়েছে এই রিকিসুমে। আনন্দে উদ্বেলিত হয়ে একরাশ আনন্দ নিয়ে আপনি ফিরবেন।

  যাওয়া – রিকিসুম থেকে কাছের বিমানবন্দর বলতে বাগডোগরা বিমানবন্দর। আর কাছে স্টেশন বলতে এনজেপি স্টেশন। রিকিসুম থেকে এনজেপির দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার। সরাসরি গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন। না হলে কালিম্পং পর্যন্ত এসে সেখান থেকে শেয়ার গাড়িতে আসা যায়। 

  থাকা – রিকিসুমে থাকার জায়গা বলতে হাতেগোনা কয়েকটা হোমস্টে। তাই আগে থেকে বুকিং করে গেলে সুবিধা হবে।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *