ভারতীয় সংস্কৃতির একটি অন্যতম বিষয় হলো ‘যৌথ পরিবার’। যৌথ পরিবারের কারণেই ভারতের বিভিন্ন প্রান্তে ভাই ও বোনেদের মধ্যে আছে নিবিড় সম্পর্ক। সেই সম্পর্ককে নিয়েই একটি অতি সুন্দর উৎসব হলো -‘ভাইফোঁটা।’ এই ভাইফোঁটার উৎস নিয়ে আছে বহু পৌরাণিক কাহিনী। তারমধ্যে অন্যতম দুটি কাহিনী হলো –
- যম-যমুনার কাহিনী – সূর্যের পুত্র যম ও যমী(যমুনা)ছিলেন ভাই বোন। যমুনা তাকে কয়েক বার ডাকার পর একদিন যমরাজ যমুনার বাড়িতে পৌঁছান। এই উপলক্ষে যমুনা যমরাজকে খাবার পরিবেশন করেন এবং তাকে ফোঁটা দেন এবং তার সুখী জীবন কামনা করেন। এরপর যমরাজ বোন যমুনাকে বর চাইতে বললে, যমুনা বলল, তুমি প্রতি বছর এই দিনে আমার বাড়িতে এসো এবং যে বোন এই দিনে তার ভাইকে ফোঁটা লাগাবে তার অকাল মৃত্যুর ভয় থাকবে না। বোন যমুনার কথা শুনে যমরাজ খুব খুশি হয়ে তাকে আশীর্বাদ করলেন। এদিন থেকে শুরু হয়েছে ভাই ফোঁটা উৎসব। শ্রীকৃষ্ণ-শুভদ্রা কাহিনী – ভগবান শ্রী কৃষ্ণ রাক্ষস নরকাসুরকে বধ করে দ্বারকায় ফিরে আসেন। এই দিনে, ভগবান শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা তাকে ফল, ফুল, মিষ্টি এবং অনেক প্রদীপ জ্বালিয়ে স্বাগত জানান। সুভদ্রা শ্রীকৃষ্ণের কপালে ফোঁটা লাগিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করেছিলেন। এই দিন থেকেই, ভাই ফোঁটা উপলক্ষে, বোনেরা তাদের ভাইদের কপালে ফোঁটা লাগায় এবং বিনিময়ে ভাইরা তাদের উপহার দেয়। সেই থেকেই প্রচলিত হয় ভাইফোঁটার।