বেলেঘাটা ফ্রেন্ডস সার্কেলের দুর্গাপুজো এ বছর ৫১ তম বর্ষ। তারা চিরকাল সাবেকিয়ানার পুজো করে এসেছে। কিন্তু গত বছর থেকে তারা থিমের পুজো চালু করে।
ক্লাবের কালচারাল সেক্রেটারি প্রসেনজিৎ দে বলেন, একটা পরিবারের বটগাছ হচ্ছে সেই পরিবারের বাবা। তিনি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে অর্ধাহারে দিন কাটিয়েও সন্তানদের জীবনে প্রতিষ্ঠা করানোর জন্য লড়াই করে যান। সেই আত্মত্যাগী বাবাদের বার্তাই তারা মন্ডপ সজ্জার মধ্য দিয়ে তুলে ধরতে চেয়েছেন। তিনি আরও জানান, আগের বছর তারা ২২/২৩টা পুরস্কার পেয়েছিলেন, এবার হয়তো আরও বেশি পুরস্কার পাবে। তিনি জানান, সন্তানদের প্রতি তাদের মূল বার্তা, বাবা-মাদের জায়গা বৃদ্ধাশ্রম নয়, নিজের বাড়িতে বাবা-মাদের আদরের সঙ্গে স্থান দিন, যোগ্য মর্যাদা দিয়ে বাড়িতে রাখুন।
পুজো কমিটির সহ-সম্পাদক বিক্রম রায় বলেন, প্রবীর সাহা প্রতিমা নির্মাণ করেছেন। এবছর তারা মা দুর্গাকে একটি পরিবারের মা হিসাবে দেখিয়েছেন। তিনি সকলকে তাদের পুজো মন্ডপে আসার জন্য আমন্ত্রণ করেন।