সারা বছর বাঙালি অপেক্ষা করে এই পুজোর কয়েকটা দিনের জন্য। প্রত্যেকেই নিজেদের মতো করে আনন্দে সময় কাটায়। এই বিষয়ে অবশ্য সেলেবদের আলাদা কিছু প্রোগ্রাম থাকে। কারণ পথে-ঘাটে তাদের ভক্তদের আবদার তো মানতেই হবে। বিনোদন জগতের অনেকেই এবছর ব্যস্ত থাকবার আর জি কর কাণ্ডের প্রতিবাদে। চলবে প্রতিবাদ মিছিল। মিছিলের মাঝে চলতি বছরের দুর্গাপুজোটা কেমন ভাবে কাটাবেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়? প্রতি বছর পুজোয় বেশির ভাগ সময়টাই কাজে কাজে কেটে যায় অভিনেত্রীর। তবে এই বছরটা তাঁর কাছে কিন্তু একটু অন্যরকম। জীবনে এসেছে নতুন মানুষ। দিতিপ্রিয়ার কাছে আমরা জানতে চাই এবার পুজোতে তিনি কি করবেন? দিতিপ্রিয়ার স্পষ্ট উত্তর – “আমার পুজোটা সাধারণত কাজে কাজেই কেটে যায়। আর তাছাড়া হয়তো বন্ধুদের সঙ্গে একটু বাড়িতে আড্ডা দেব।”
এখানে তিনি শেষ করলেন না। আমাদের পরের প্রশ্নের উত্তরে দিতিপ্রিয়া বলেন,”আমার বয়ফ্রেন্ড আর আমি দুজনেই খুব লাজুক মানুষ। তাই প্লিজ আমাদের প্রেম নিয়ে আলোচনা করবেন না। খুব অস্বস্তি করছে। তবে এটা বলতে পারি। ও নিজের পেশার জন্য শহরের বাইরে থাকে। পুজোয় ছুটি পাওয়ার সুযোগও কম। যদি ছুটি পেয়ে কলকাতায় আসে তাহলে হয়তো একদিন বেরোব।” বাকি দিনগুলো বাড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে আর জমিয়ে খাওয়া দাওয়া করেই কেটে যাবে নায়িকার। উল্লেখ্য, অভিনেত্রীর প্রেমিক পেশায় ফুটবলার। চেন্নাইয়িন এফসির বাঙালি ফুটবলার শমীক মিত্রর সঙ্গে সম্পর্কে রয়েছেন দিতিপ্রিয়া। চেন্নাই এফসির গোলকিপার শমীক, শিলিগুড়ির ছেলে।