Travonews.in

বামেদের প্রার্থী ঘোষণা হয়ে গেলো

এখন অধীর চৌধুরীর বদলে শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের সভাপতি। ফলে তার কাছ থেকে নতুন কোনো ইঙ্গিত তো আশা করাই যায়। শুভঙ্কর সরকার অধীরের মতো বামাদের সঙ্গে জোটে ততটা আগ্রহী আগেও ছিলেন না। আর সেই কারণেই উপ নির্বাচন নিয়ে তিনি এতদিন পর্যন্ত বামেদের সঙ্গে যোগাযোগ করেন নি। কয়েকদিন অপেক্ষা করে বামেরা ঘোষণা করে দিলো তাদের প্রার্থী তালিকা। আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ আসনে উপনির্বাচন। ফলে আর একমাসও বাকি নেই। এই পরিস্থিতিতে এদিন যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা, সেখানে পাঁচটি দল পাঁচ আসনে লড়ছে। বামেদের প্রার্থী –

১) কোচবিহারের সিতাই আসনে ফরওয়ার্ড ব্লকের টিকিটে লড়বেন অরুণ কুমার বর্মা।
২) জলপাইগুড়ির মাদারিহাটে প্রার্থী হয়েছেন আরএসপি-র পদম ওরাঁ।
৩) উত্তর ২৪ পরগনার নৈহাটি আসনে প্রার্থী দিচ্ছে সিপিআই(এমএল) লিবারেশন –
দেবজ্যোতি মজুমদার।
৪) পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর আসনে সিপিআইয়ের টিকিটে লড়বেন মণিকুন্তল খামরুই।
৫) বাঁকুড়ার তালডাংরা আসনে প্রার্থী দিচ্ছে সিপিএম। প্রতিদ্বন্দ্বিতা করবেন দেবকান্তি মহান্তি।

উত্তর ২৪ পরগনার হাড়োয়া আসনে কোনও প্রার্থী দেয়নি বামেরা। জানা গিয়েছে, এই আসনে প্রার্থী দেওয়া নিয়ে আইএসএফের সঙ্গে আলোচনা চলছে বামফ্রন্টের। সেজন্য ওই আসনটি খালি রাখা হয়েছে।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *