বাংলাদেশ কি ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছে?

সরকারিভাবে তেমন কোনো ঘোষণা না হলেও এমন একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে সম্প্রতি বাংলাদেশের অন্তরবর্তী সরকারের এক সিদ্ধান্তে। ভারত-বাংলাদেশের সম্পর্কে নয়া মোড়। হাই কমিশনার সহ ভারতে উপস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূতদের  দেশে ফিরে আসার নির্দেশ দিল মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সূত্রের খবর, ভারতে থাকা পাঁচ রাষ্ট্রদূতকে বাংলাদেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এর পরে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। ইতিমধ্যে সে দেশের বিতর্কিত লেখিকা তসলিমা নারসিন বলছেন, বাংলাদেশের ক্ষমতা চলে গেছে ভারত বিরোধী পাকিস্তানপন্থীদের হাতে। এই অবস্থায় বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্ত এই প্রশ্ন সামনে নিয়ে এসেছে।

ভারতে বাংলাদেশের হাই কমিশনার মুস্তাফিজ়ুর রহমানের আগামী কয়েক মাসের মধ্যেই অবসর নেওয়ার কথা। তার আগেই তাঁকে দায়িত্ব ছেড়ে দেশে ফিরে আসতে বলা হল। ২০২২ সালে তাঁকে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করা হয়। সূত্র মারফত খবর, শুধু ভারত নয়, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ব্রাসেলস, ক্যানবেরা, লিসবনের রাষ্ট্রদূতদেরও বাংলাদেশে ফিরে আসতে বলা হয়েছে। এমনকী, রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী সদস্যকেও অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে। এর আগে ব্রিটেনে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিমকেও ফিরে আসার নির্দেশ দিয়েছিল। এখন বাংলাদেশের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে ভারত।

Comment

Your email address will not be published. Required fields are marked *

Popular News

Latest News

ভারতীয় প্রাচীন সভ্যতার সঙ্গে মিলে আছে ৪ হাজার বছর আগের সিন্ধু সভ্যতার যুগ। এবার মানুষের সামনে তাই তুলে ধরতে চলেছে গুজরাট সরকার। …

আজ কোজাগরী লক্ষ্মী পুজো। হিন্দু বাঙালিরা ঘরে ঘরে লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত। লক্ষ্মী বিনা সারা জগৎ অচল। আর লক্ষ্মীও বেশ চঞ্চলা। কোথাও অধর্ম, …

মুকেশ আম্বানি নিজেই একটা ইনডাস্ট্রি। বিশ্বের অন্যতম ধনকুবের। চাল, ডাল, তেল থেকে শুরু করে বিদ্যুৎ, টেলিকম- সর্বত্রই ছড়িয়ে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। মুকেশ …

পাহাড় মানেই একরাশ আনন্দ। পাহাড়ের প্রতি বাঁকেই আছে নতুন জগৎ। তাই পাহাড় মানেই নতুন উন্মাদনা। তবে এখন একটু অফবিট ভ্রমণের দিকে ভ্রমণ …