ষষ্ঠীর দিন সকলকে কাঁদিয়ে চির বিদায় নিলেন বিশ্বের অন্যতম সহৃদয়, সমাজসেবী মূলক ব্যবসায়ী রতন টাটা। ইতিহাস সাক্ষী তিনি বিশ্বের বণিক মহলে শুধুই রতন নয়, একজন ‘রত্ন’ হয়েই বেঁচে থাকবেন অনন্তকাল। বুধবার ৮৬ বছর বয়সে পদ্মভূষণ প্রাপ্ত বিশ্ব বরেন্য শিল্পপতি রতন টাটা না ফেরার দেশে চলে যান। বৃহস্পতিবার সরকারি সম্মাননা জানিয়ে মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ভারতের প্রধানমন্ত্রী তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেন।
এবার অনেক প্রশ্নের মধ্যে সামনে এসেছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন – এবার? রতন টাটা অবিবাহিত। তাঁর কোনো পরিবার বা সন্তান নেই। এবার বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা তাঁর এই বিশাল সামরাজ্যের দায়িত্ব কে নেবে?
এই অবস্থায় যাঁর নাম এখন দৌড়ে সবার আগে রয়েছে তিনি নোয়েল টাটা। সম্পর্কে রতন টাটার সৎ ভাই। টাটা সন্সের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নোয়েল নাভাল টাটা গ্রুপের সঙ্গে অন্তত চার দশক ধরে জুড়ে রয়েছেন। এখন একাধিক টাটা সংস্থার বোর্ডে রয়েছেন। ট্রেন্ট, টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড, ভোলটাস এবং টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্য়ান পদে রয়েছেন। টাটা স্টিল ও টাইটানের ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন। বোর্ড অফ রতন টাটা ট্রাস্ট এবং স্যর দোরাবজি টাটা ট্রাস্টের ট্রাস্টি হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন তিনি। টাটা গোষ্ঠী বিপুল বাণিজ্যিক সাম্রাজ্যের ভবিষ্যতের উত্তরাধিকারের সারিতে থাকার জন্য নাম রয়েছে নোয়েল এন টাটার তিন সন্তানেরও- মায়া টাটা, নেভিল টাটা, লিয়া টাটা। এরা তিনজনই বর্তমানে টাটা গোষ্ঠীর নানা সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
মায়া টাটা হলেন, ব্রিটেনের বেইস বিজনেস স্কুল এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন মায়া। তিনি নোয়েল টাটার ছোট মেয়ে। পেশা জীবন শুরু করেন টাটা ক্যাপিটালের সহযোগী প্রতিষ্ঠান টাটা অপর্চুনিটিস ফান্ডে। টিসিএফ বন্ধ হওয়ার পর টাটা ডিজিটালে চলে আসেন। দুই সংস্থার উত্থানের পিছনে উল্লেখযোগ্য অবদান রয়েছে মায়ার। এছাড়াও টাটা নিও অ্যাপ চালু করেন তিনি। যা টাটা গোষ্ঠীর সমস্ত অ্যাপগুলিকে এক ছাতার তলায় এনেছে। উল্লেখ্য, মায়ার মা আলু মিস্ত্রি হলেন ধনকুবের শিল্পপতি পালোনজি মিস্ত্রির মেয়ে। টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান, প্রয়াত সাইরাস মিস্ত্রি সম্পর্কে তাঁর মামা। নোয়েল টাটার তিন সন্তানের মধ্যে রতন টাটার উত্তরাধিকার বহন করার বিষয়ে সবথেকে এগিয়ে মায়াই।
নোয়েল টাটার কনিষ্ঠতম সন্তান হলেন নেভিল। এককালে বেইস বিজনেস স্কুলের ছাত্র টাটা গোষ্ঠীর ‘ট্রেন্ট লিমিটেড’-এর দায়িত্বে আছেন। ট্রেন্ট লিমিটেড সংস্থার অধীনে রয়েছে ওয়েস্টসাইড, স্টার বাজার, ল্যান্ডমার্ক এবং জুডিও স্টোরের মতো ব্র্যান্ডগুলি।
লিয়া হলেন নোয়েল টাটার বড় মেয়ে। তিনি মার্কেটিং বিষয়ে পড়াশোনা করেছেন মাদ্রিদের বিখ্যাত আইই বিজনেস স্কুলে। ২০০৬ সালে ‘তাজ হোটেল রিসর্টস এবং প্যালেসেস’-এ যোগ দেন লিয়া। ধীরে ধীরে সেই সংস্থায় উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন তিনি। বর্তমানে ‘তাজ গ্রুপ অব হোটেলস’-এর কাজকর্ম দেখেন লিয়া টাটা।
তবে টাটা গোষ্ঠীর পক্ষ থেকে আগেই জানা গিয়েছিল,২০১৭ সালেই টাটা গোষ্ঠীর হোল্ডিং কোম্পানি টাটা সন্সের চেয়ারম্য়ান হয়েছেন এন চন্দ্রশেখরণ। কিন্তু টাটা পরিবার থেকে কে ভবিষ্যতের হাল ধরবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ রতন টাটা অবিবাহিত ছিলেন। অন্যদিকে টাটা পরিবারের অনেকেই টাটার বিপুল বাণিজ্য সাম্রাজ্যের নানা দিক সামলাচ্ছে। ফলে এরপর রতন টাটার আসনে কে বসবেন তা নিয়ে আলোচনা তুঙ্গে।