Travonews.in

পুনেতে ভারত এগোচ্ছে দৃঢ় পদক্ষেপে

নিউজিল্যান্ডের কাছে একটা টেস্টে হেরে ভারত অনেকটাই ব্যাকফুটে। সেই অবস্থায় পুনেতে শুরু হয়েছে দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করছে নিউজিল্যান্ড। প্রথম দিনের লাঞ্চে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৯২ রান তুলেছে। তারা ব্যাট করেছে ৩১ ওভার। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন ডেভন কনওয়ে। তিনি ১১১ বলে ৪৭ রান করেছেন। মেরেছেন ৫টি চার। ১০ বলে ৫ রান করেছেন রাচিন রবীন্দ্র। অশ্বিন ১২ ওভারে ৩৩ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন। ছবি- পিটিআই। যদিও যেকোনো মুহূর্তে খেলার গতি বাঁক নিতে পারে। ২৩.৬ ওভারে অশ্বিনের বলে ঋষভ পন্তের দস্তানায় ধরা পড়েন উইল ইয়ং। আম্পায়ার প্রাথমিকভাবে আউট দেননি। তবে রিভিউ নিয়ে সাফল্য পায় ভারত। ৪৫ বলে ১৮ রান করেন ইয়ং। মারেন ২টি চার। নিউজিল্যান্ড ৭৬ রানে ২টি উইকেট হারায়।

নিউজিল্যান্ড খুব সাবধানে কিছুটা ধীর গতিতেই খেলা শুরু করেছে। ১৬তম ওভারে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে দলগত ৫০ রানের গণ্ডি টপকায়। ১৬ ওভার শেষে কিউয়িদের সংগ্রহে রয়েছে ১ উইকেটে ৫২ রান। ৫০ বলে ২৭ রান করেছেন ডেভন কনওয়ে। তিনি ৪টি চার মেরেছেন। ২৫ বলে ৯ রান করেছেন উিল ইয়ং। ইনিংসের অষ্টম ওভারে প্রথমবার বল করতে আসেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি বল হাতে নিয়েই ভারতকে সাফল্য এনে দেন। ৭.৫ ওভারে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন টম লাথাম। ২২ বলে ১৫ রান করেন তিনি। মারেন ২টি চার।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *