Travonews.in

পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে পুজো উদ্বোধন করাতে চান কয়েকশো পুজো কমিটি। কিন্তু মুখ্যমন্ত্রীর পক্ষে সর্বত্র গিয়ে পুজো উদ্বোধন করা সম্ভব হয় না। তাই কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে তিনি সশরীরে উপস্থিত হয়ে পুজো উদ্বোধন করলেও বাংলার অন্যান্য অনেক জেলায় তিনি অন লাইন পুজো উদ্বোধন করেন। গতকালই পিতৃপক্ষের মধ্যেই তিনি পুজোর সূচনা করে দেন। মহালয়ার দিন হাতিবাগান সর্বজনীন থেকে পুজোর উদ্বোধনের কর্মসূচি পুরোদমে শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আজ, ৩ অক্টোবর দক্ষিণ কলকাতার ও বেহালার একাধিক পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে ছিল টালা প্রত্যয়, ২৫ পল্লি, ৭৪ পল্লি, বেহালা নতুন দল, বেহালার বরিষা ক্লাব, অজেয় সংহতি, ৪১ পল্লি, বোসপুকুর তালবাগান, শীতলা মন্দির, বালিগঞ্জ ২১ পল্লি, আদি বালিগঞ্জ ক্লাব, আলিপুর সার্বজনীন, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, কালীঘাট মিলন সংঘের মতো পুজোগুলি। তিনি সত্যিই আর সময় পাচ্ছেন না। সারাদিন বিভিন্ন পুজো মন্ডপে ঘুরে বেড়াতে হয়।

কিন্তু এখনও অনেক বাকি। নবান্ন সূত্রে খবর ৪ঠা অক্টোবর অর্থাৎ আগামিকালও মোট ১২ টি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে রয়েছে ভবানীপুর শীতলা মন্দির, গড়িয়াহাটের একডালিয়া এভারগ্রিন ক্লাব,মুদিয়ালি, বাদামতলা আষার সংঘ, ত্রিধারার মতো ক্লাবগুলি। ৫ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোট ১৬ টি পূজোর উদ্বোধন করবেন। যার মধ্যে রয়েছে ৬৪ পল্লী, ২২ পল্লী, বকুলবাগান-সহ ভবানীপুর ও পদ্মপুকুর এলাকার একাধিক ক্লাব। ৬ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধনের কর্মসূচি শেষ করবেন। মূলত আলিপুর বডিগার্ড লাইনস ও সুরুচি সংঘের পুজো উদ্বোধন আগামী ৬ই অক্টোবর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর উত্তর ও দক্ষিণ কলকাতা মিলিয়ে মোট ৫৩ টি দুর্গাপুজোর উদ্বোধন কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *