সারা বছর আমরা অপেক্ষা করি এই পুজোর কয়েকটা দিনের জন্য। আমাদের বিশ্বাস মা দুর্গা সংসারে নিয়ে আসবে শান্তি ও সমৃদ্ধি। বাস্তুশাস্ত্র বলছেন, দেবী দুর্গার আশীর্বাদ পেতে গেল পুজোর চার দিন কিছু নিয়ম মেনে চলা উচিত।
বাস্তু মতে কিছু নিয়ম মেনে চললে শারদ-পার্বণেই বাড়িতে ঘটবে শুভশক্তির আগমন। তাই বাস্তুশাস্ত্র বলছে –
১) পুজো আসার আগেই ঘরদোর সাফ করা বহু দিনের রীতি। এই সময়ে অপ্রয়োজনীয়, অপরিষ্কার কাপড় ও অন্যান্য বাতিল জিনিসপত্র ফেলে দিয়ে যদি ঘর গুছিয়ে রাখা যায়, তা হলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে।
২) বাড়ির প্রধান দরজায় স্বস্তিক আঁকুন। এই শুভ প্রতীক অশুভ শক্তিকে দূরে সরিয়ে বাড়িতে আনন্দ নিয়ে আসে। সেই সঙ্গেই বাড়ির দরজায় সাজান আম্রপল্লবের তোরণ।
৩) বাড়ির উত্তর-পূর্ব কোণে তুলসী গাছ রাখলে তা বাড়িতে শান্তি ও সমৃদ্ধি আনে।
৪) বাড়িতে দুর্গা মূর্তি রাখলে সেই জায়গাটি অবশ্যই পরিচ্ছন্ন থাকতে হবে। মাতৃমূর্তিকে বাড়ির উত্তর-পূর্ব কোণে রাখা শুভ। খেয়াল রাখবেন যাতে মূর্তি সমতলে না থেকে একটু উঁচু জায়গায় থাকে।
৫) পুজোর সময়ে শুধুমাত্র রুপো ও তামার পাত্র ব্যবহার করা ভাল।
৬) চন্দন কাঠের তৈরি টেবিলে মঙ্গলঘট রাখাই আদর্শ।