এবার ছোট পর্দায় আছে সুদীপ্তার ‘লাখ টাকার লক্ষ্মীলাভ।’ ইতিমধ্যে বিনোদন জগতে প্রশ্ন উঠতে শুরু করেছে, এটা কি রচনাকে টক্কর দেবে? ছোটপর্দায় সঞ্চালনায় ফিরছেন সুদীপ্তা। সপ্তাহ দুয়েক আগেই সামনে এসেছিল এই খবর। সান বাংলার নতুন গেম শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর মুখ তিনি। সম্প্রতি আরজি কর প্রতিবাদ আন্দোলনের সুবাদে চর্চায় থেকেছেন অভিনেত্রী। এর মাঝেই শুরু হচ্ছে তাঁর নতুন কাজ। সিরিয়ালের প্রোমো সামনে আনল চ্যানেল কর্তৃপক্ষ। যেমনটা জানা গিয়েছিল, এই শো-এ দেখা মিলবে বাংলার ঘরের লক্ষ্মীদের অর্থাৎ মা-মেয়ে-বউমাদের। অনেকসময়ই নানান প্রতিকূলতার মুখে পড়ে থমকে যায় মেয়েদের স্বপ্নের উড়ান, তাদের মুশকিল আসান হতে চলেছেন সুদীপ্তা ও তাঁর এই শো। যেখানে নানান মজার খেলায় সামিল হয়ে প্রতিদিন এক লাখ টাকা জিততে পারবে ‘হার না মানা বাংলার লক্ষ্মীরা’। এই মুহূর্তে বাংলার লক্ষ্মীদের নিয়ে একাধিক শো হয়ে চলেছে। তার মধ্যে অবশ্যই খ্যাতির শীর্ষে দিদি নম্বর ওয়ান। তবে সূত্রের খবর, রচনা রাজনীতির ময়দানে পা রাখার পরে নাকি তার টি আর পি কিছুটা কমেছে। ওদিকে বদলে যাচ্ছে শো-এর সময়ও। আগামী সপ্তাহ থেকে বিকাল ৫টার বদলে, ৪.৩০ থেকে সম্প্রচারিত হবে দিদি নম্বর ১। দিদিকে টেক্কা দেওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন সুদীপ্তাও।
সুদীপ্তা কি দিদি নম্বর ২ হয়ে উঠতে চলেছেন? এই প্রশ্নের উত্তরে সুদীপ্তা বলেন, “একটা শো যখন, আমার কাজটা আমি মন দিতে করার চেষ্টা করব। দিদি হতে আমার ভালোই লাগে। আমার থেকে বেশি বয়সীরাও আমাকে দিদি বলে ডাকেন, সেটা আমি ধরিনি আমাকে ভালোবেসে, বা আমার কাজকে সম্মান জানিয়ে ডাকেন। আর নাম্বারিং-এ আমি বিশ্বাস করি না।” সান টিভিতে আসতে চলেছে এই শো। তবে কবে থেকে তা এখনও জানানো হয় নি।