Travonews.in

ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করতে একদম ঘরোয়া পদ্ধতি

সারা বছর কর্ম ক্লান্তির ছাপ আমাদের মুখে পড়ে। পরে বেশ কিছু কালো দাগ। ২০ মিনিটে এবার ত্বক উজ্জ্বল ও পরিষ্কার করুন। পুজোর সময় যদি নিজেকে একেবারে দাগ হীন সুন্দর করতে চান, তাহলে হাতে তুলে নিন মাত্র দুটো জিনিস একটা হল গোলাপ জল, অন্যটা হল ভিটামিন ই অয়েল। চলুন জেনে নিই নিজেকে কি করে সুন্দর করবেন। একটি পাত্রের মধ্যে গোলাপ জল আর ভিটামিন ই অয়েলকে মিশিয়ে ভালো করে রেখে দিন, কিন্তু যদি বাজার চলতি কেনা গোলাপ জল ব্যবহার করতে পারেন। 

 ব্যাস,কাজ অনেকটাই এগিয়ে গেলো। প্রথমেই যে কাজটি করতে হবে, রাতে শুতে যাবার সময় মুখ ভালো করে পরিষ্কার করে নিয়ে এই মিশ্রণটি তুলে করে গোটা মুখে, গলায়, পিঠে লাগিয়ে ফেলতে হবে এটি নাইট ক্রিমের সাথে ব্যবহার করতে পারেন। যারা বাজার চলতি ময়েশ্চারাইজার ব্যবহার করেন, তারা কিন্তু স্নান করার পরে অবশ্যই এটি ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন। শীতকালে বডি লোশন কেনার কোন দরকার নেই, স্নান করার পরে বা রাতে শুতে যাওয়ার সময় গোটা শরীরে যদি এটি মালিশ করতে পারেন, তাহলে দেখবেন আপনার ত্বক হয়ে যাবে দুধের মতন ফর্সা।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ