Travonews.in

জুনিয়র ডাক্তারদের বায়ো-টয়লেট আটকে দিলো পুলিশ

এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের আনশন-আন্দোলনের কেন্দ্রে চলে গেছে ‘বায়ো-টয়লেট’। পুলিশ কোনো কারণেই বায়ো-টয়লেট বসাতে দেবে না। কিন্তু আন্দোলন অঞ্চল থেকে ‘পে এন্ড ইউজ’ টয়লেট অনেকটা দূরে। ফলে তাদের ক্ষেত্রে বায়ো-টয়লেট আপরিহার্য। কিন্তু পুলিশ আটকে দিয়েছে। অনশনকারীদের জন্য বায়ো টয়লেটের গুরুত্ব ব্যাখ্যা করে আর এক আন্দোলনকারী বলেন, “অনশনরত জুনিয়র ডাক্তারদের শরীর ক্রমশ দুর্বল হচ্ছে। ওদের পক্ষে তো হেঁটে গিয়ে দূরের পে অ্যান্ড ইউজ টয়লেটে যাওয়া সম্ভব নয়। পুলিশকে তো বিষয়টার গুরুত্ব বুঝতে হবে। মানবিক কারণে এই অনুমতি দেওয়া দরকার।” কিন্তু পুলিশ অনুমতি দিচ্ছে না। এক জটিল পরিস্থিতি।

পুলিশ অনুমতি না দেওয়ায় অবশেষে নিজেরাই উদ্যোগী হয়ে সোমবার দুটি বায়ো টয়লেট অনশন মঞ্চের সামনে বসান আন্দোলনকারীরা। কিন্তু, এই নিয়ে পুলিশের সঙ্গে তাঁদের টানাপোড়েন শুরু হয়। এর আগে অভিযোগ উঠেছিল, অনশন মঞ্চে যাতে বায়ো টয়লেট আসতে না পারে, তার জন্য শহরের বিভিন্ন রাস্তায় নজর রেখেছিল পুলিশ। বায়ো টয়লেট নিয়ে কোনও লরি দেখলেই আটকানো হচ্ছিল। সোমবার ভোরে দুটি বায়ো টয়লেট অনশন মঞ্চের সামনে নিয়ে আসেন জুনিয়র ডাক্তাররা। এখন সেগুলি বসানো নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ