Travonews.in

জুনিয়র ডাক্তারদের দ্রোহের কার্নিভাল বন্ধ করার জন্য উঠেপরে লেগেছে কলকাতা পুলিশ

আজ কলকাতায় জোড়া কার্নিভাল। রাজ্য সরকারের উদ্যোগে রেড রোডে প্রধান কার্নিভাল – যেখানে দেশ-বিদেশের একাধিক অতিথি উপস্থিত থাকবেন। অন্যদিকে আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা রানি রাসমনি মোড়ে পালন করবেন মানব বন্ধন – যার নাম দেওয়া হয়েছে ‘দ্রোহের কার্নিভাল।’ সেই দ্রোহের কার্নিভালের আগেই কলকাতার একাধিক জায়গায় জারি করা হল ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। অশান্তির আশঙ্কায় ধর্মতলা সংলগ্ন বেশ কিছু এলাকায় একদিনের জন্য এই ধারা জারি করা হয়েছে। জয়েন্ট প্লাটফর্ম অব ডক্টর্স-এর ডাকে মঙ্গলবার বিকেলে রানি রাসমণি রোডে দ্রোহের কার্নিভালের পরিকল্পনা করা হয়েছে। সেই মিছিল ঘিরে অশান্তির পরিস্থিতি তৈরি হতে পারে, এমন আশঙ্কা থেকেই এই পদক্ষেপ পুলিশের।

যদিও পুলিশের এই আশঙ্কা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। সোমবার থেকে দেখা যাচ্ছে, রানি রাসমণি রোডে একাধিক খালি বাস দাঁড়িয়ে আছে। অভিযোগ, রাস্তা অবরুদ্ধ করে দেওয়ার জন্যই বাসগুলি দাঁড় করিয়ে রেখেছে পুলিশ। একদিকে যখন রেড রোডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, অন্যদিকে তখন রানি রাসমণি রোডে বড় বড় ব্যারিকেড এনে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সিসি ক্যামেরা লাগানো হচ্ছে রাস্তার ধারে। সকাল থেকেই রাস্তার ধারে মোতায়েন করা হয়েছে পুলিশ।যে সব জায়গায় এদিন ১৬৩ ধারা জারি থাকছে, সেগুলি হল- রানি রাসমণি রোড, ওয়াই চ্যানেল, নিউ রোড, মেয়ো রোড, আউটট্রাম রোড, অ্যাকাডেমি অব ফাইন আর্টস, জে.এল.নেহরু রোড, কুইন্স ওয়ে, স্ট্র্যান্ড রোড। বিকেলে পরিস্থিতি কোন দিকে যায় সেই দিকে নজর রেখেছেন নাগরিক মহল।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ