দিনের পর দিন বাংলার নারী নিরাপত্তা সত্যি প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। আর জি কর কাণ্ডের পরে, পর পর ঘটনা ঘটে চলেছে। এর মধ্যেই হাতে আসলো জয়নগর কাণ্ডের ময়না তদন্তের রিপোর্ট। জয়নগরকাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে কল্যাণীতে এইমসের চিকিৎসকরা ময়নাতদন্ত করলেন নির্যাতিতা নাবালিকার। এই আবহে সোমবার সকালে কলকাতার কাঁটাপুকুর মর্গ থেকে শববাহী গাড়িতে করে দেহ কল্যাণীতে নিয়ে যায় পুলিশ। আদালতের নির্দেশে সোমবার বেলা ১২টা থেকে নাবালিকার দেহের ময়নাতদন্ত হয়। ময়না তদন্তের রিপোর্টের দিকে তাকিয়েছিল সারা রাজ্য।
রিপোর্ট নিয়ে পুলিশ প্রকাশ্যে মুখ না খুললেও জানা যাচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, ওই নাবালিকাকে যৌন নির্যাতন ও শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এর আগে শনিবার নাবালিকার দেহ উদ্ধারের পরেই তার বাবা জানিয়েছিলেন, রাজ্য সরকারের ওপর ভরসা নেই তাদের। ময়নাতদন্ত করতে হবে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে। বিকেলে দেহ কাঁটাপুকুর মর্গে পৌঁছনোর আগেই রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে সেকথা জানান নির্যাতিতার বাবা।