মোদীর নিরাপত্তায় থাকা কর্মকর্তাদের হাতে থাকে সব সময় কালো রঙের ব্রিফকেস। কিন্তু কি থাকে সেই ব্রিফকেসে? কেন মোদীর সঙ্গে সব সময় রাখা হয় এই কালো ব্রিফকেস? অনেকেরই ধারণা কালো রঙের এই ব্রিফকেসে থাকে কোনো গোপনাস্ত্র অথবা জরুরি চিকিৎসার কোনো সামগ্রী। আবার অনেকেই ভেবে থাকেন এই ব্রিফ কেসে থাকে ভারতের পারমানবিক অস্ত্রের সুইচ। যে সুইচ টিপলেই সক্রিয় হবে ভারতের পারমানবিক বোমা। কিন্তু আসলে এসব কিছুই নয়। ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেয় স্পেশাল প্রটেকশন ফোর্স বা এসপিএফ। মোদীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিএফ কর্ম কর্তাদের সবাই আন্তর্জাতিক মানের দক্ষ। স্বয়ঙক্রিয় বন্ধুক,70-m পিস্তল ও FNF 2000 এসাল্ট রাইফেলের মতো অত্যাধুনিক এবং উন্নত মানের সমরাস্ত্রে সজ্জিত থাকেন তারা। এমন সব সমরাস্ত্রের সাথে তাদের হাতে থেকে কালো রঙের ব্রিফকেস। এসপিএফ কর্মকর্তাদের হাতে থাকা ওই ব্রিফকেস আসলে বুলেটপ্রুফ সুরক্ষা কবচ, যার নাম ‘কেভলার শিল্ড’। কেভলার হলো এন্টি ব্যালাস্টিক সুরক্ষা কবচ – যা তাপ প্রতিরোধী ও ইস্পাতের চাইতেও কয়েক গুন বেশি শক্তিশালী। মূলত এক ধরনের বিশেষয়িত সিনথেটিক ফাইবার দিয়ে তৈরী করা হয় কেভলার শিল্ড। এই সুতো দিয়ে তৈরী করা বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট বা প্রতিরক্ষা ঢাল দিতে পারে বুলেট ও গ্রেনেদের শার্পনেলের মতো জীবনঘাতী আঘাত থেকে সুরক্ষা।
চলাচলের জন্য মোদী সবসময় ব্যবহার করেন BMW সেভেন সিরিজের বুলেটপ্রুফ গাড়ি। রাইফেল বা পিস্তলের গুলি থেকে বাঁচার পাশাপাশি অত্যাধুনিক এই গাড়ি মাইন বিস্ফোরণ থেকেও রক্ষা করতে পারে ভারতের প্রধানমন্ত্রীকে। BMW সেভেন সিরিজের এই গাড়িতে রয়েছে বিশেষ গ্যাস সেন্সর, যা ক্ষতিকর গ্যাসের উপস্থিতিতে গাড়ির সব দরজা জানলা স্বয়ঙক্রিয় ভাবে বন্ধ করে দেয়। গাড়িতে গ্যাসের পরিমানে বেড়ে গেলে পরিষ্কার বাতাস প্রবাহের প্রযুক্তিও রয়েছে এতে। ইন্টারকম ব্যবস্থা সহ BMW এই গাড়িতে রয়েছে মেশিনগান রাখার আলাদা জায়গা। গাড়ির ভেতরে থাকলে মোদী আতোতায়ির হামলা থেকে সুরক্ষিত থাকলেও বাইরে তা কঠিন। আর তাই ভারতের প্রধামন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিএফ কর্মকর্তারা ব্যবহার করে কালো রঙের এই ব্রিফকেস বা কেভলার শিল্ড। কোনো হামলার আশাঙ্কা হলে এই কালো ব্রিফকেসকে মুহূর্তেই রূপান্তরিত করা যায় শক্তিশালী ঢাল হিসাবে। খুব সহজেই কেভলার শিল্ডার ভাজ খুলে তৈরী করে ফেলা যায় শক্তিশালী সুরক্ষা বলয়। যে বলয় ভেদ করে বন্ধুক বা গ্রেনেড হামলা করা দুঃসাধ্য। মোদীর উপর হামলার মতো পরিস্থিত তৈরী হলে এসপিএফ কর্মকর্তারা ওই ব্রিফকেস বা কেভলারশিল্ড দিয়ে তাঁর চারপাশে একটা সুরক্ষা বলয় গড়ে তোলেন। ফলে নিরাপদ থাকেন ভারতের প্রধানমন্ত্রী। কেভলার শিল্ডএর ভেতরে থাকে গোপন পকেটও । যার ভেতরে রাখা থেকে ছোট্টো আকারের পিস্তল। এছাড়া কালো রঙের ব্রিফ কেসের মতো দেখতে এই কেভলার শিল্ডএ থাকে গুরুত্বপূর্ণ নথিও।