বিরোধী ভোট দু’ভাগে ভাগ হচ্ছিলো, এবার তিনভাগে। কংগ্রেস নিজেদের ৬ আসনের প্রার্থী ঘোষণা করে দিলো। প্রদেশ কংগ্রেস সভাপতি বদলের পর বাংলায় প্রথমবার নির্বাচন হচ্ছে। আর তাতেই ভেঙে গেল বাম-কংগ্রেস জোট। একদিকে সীতারাম ইয়েচুরির প্রয়াণ এবং প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে অধীর চৌধুরীর অপসারণের পরই বাংলায় বাম-কংগ্রেস জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। এর ফলে তৃণমূল বিরোধী ভোটের একটা বড়ো অংশ ছিল বিজেপির পক্ষে। আর ছিল বাম-কংগ্রেস জোটের পক্ষে। এবার তা তিনি ভাগে ভাগ হতে চলেছে।
আসন্ন ৬টি উপনির্বাচলে ৫টি তৃণমূলের ও ১টি ছিল বিজেপির দখলে। মূলত বিধায়করা লোকসভা ভোটে জিতে সাংসদ হওয়াতেই বিধানসভা উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। গতকাল বামেদের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল। যাতে দেখা গিয়েছে একটি আসন দেওয়া হয়েছে সিপিআই (এমএল) লিবারেশনকে। হাড়োয়া কেন্দ্রটির প্রার্থীর নাম বামেদের তালিকায় ছিল না। তাতেই স্পষ্ট হয়ে যায় উপনির্বাচনে জোট হচ্ছে না।
এই পরিস্থিতিতেই মঙ্গলবার রাতে প্রদেশ কংগ্রেস কমিটি তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিলো। কংগ্রেসের হয়ে লড়বেন –
* সিতাইয়ায় – হরিহর রায় সিংহ
*মাদারিহাটে – বিকাশ চম্প্রমারি
* নৈহাটিতে – পরেশনাথ সরকার
* হাড়োয়ায় – হাবিব রেজা চৌধুরী
* মেদিনীপুরে – শ্যামল কুমার ঘোষ
* তালড্যাংরায় – তুষারকান্তি সান্নিগ্রাহী।