বহু বছর হয়ে গেছে, দামোদরে আর ইলিশ মেলে না। কিন্তু এবার ঘটলো মিরাকেল। ডিভিসির ছাড়া জলের বিপরীতে আসতে আসতে মোহনা থেকে ইলিশ দামোদর নদের জামালপুর এলাকায় এসে পড়ে।আর দামোদর নদে জামালপুরের বাসিন্দা জেলে তপন বিশ্বাস প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে জাল ফেলতেই ভোরে তার জালে আটকা পড়ে এক কেজির ইলিশ। এই খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমায় মানুষ সেই ইলিশ দেখতে।
শুক্রবার পূর্ব বর্ধমানের জামালপুরের দামোদর নদে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ১ কেজি ওজনের ইলিশ। পরে সেই মাছ নিয়ে আসা হয় জামালপুর বাজারে, সেখানে ইলিশের নিলাম শুরু হয়। দাম বাড়তে বাড়তে অবশেষে ২ হাজার ১০০ টাকায় মাছটি বিক্রি হয়। যদিও মৎস্য দফতরের আধিকারিক নিত্যানন্দ মণ্ডল জানান, ইলিশ মাছ নোনা জলের, মিষ্টি জলে দেখা যায় না। কিন্তু ডিম দেওয়ার সময় তারা মোহনা থেকে বিভিন্ন নদীতে চলে যায় এবং সেভাবেই হয়তো দামোদর নদে চলে এসেছে।